Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

নিজ হাতে ড্রেন পরিষ্কার করছেন দেশের খ্যাতিমান সার্জন!







প্রফেসর ডা. কাজল কান্তি চৌধুরী। ময়মনসিংহের খ্যাতিমান সার্জন। তিনি এক বছর ধরে প্রতিদিন পলিটেকনিক মোড় থেকে শুরু করে বিসিকের মোড় পর্যন্ত ড্রেন নিজ দায়িত্বে পরিষ্কার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ২০১৬ সালে তার কয়েকটি ছবি ভাইরাল হয়। এবছরও তার ড্রেন পরিষ্কারের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে।



চিকিৎসক সাঈদ সুজন তার ফেসবুকে ডা. কাজল কান্তি চৌধুরীর কয়েকটি ছবি শেয়ার দিয়ে লিখেছেন, ২০১৬ সালের জানুয়ারি মাসে স্যারকে নিয়ে পোস্ট দিয়েছিলাম। আবার আজকে দিচ্ছি।

ইনি ‘প্রফেসর ডাঃ কাজল কান্তি চৌধুরী।’ ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালের সার্জারি বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান। যিনি সার্জন হিসাবে ময়মনসিংহে খ্যাতিমান।



গত ১ বছর যাবৎ প্রতিদিন রাতে স্যার পলিটেকনিক মোড় থেকে শুরু করে বিসিকের মোড় পর্যন্ত ড্রেন নিজ দায়িত্বে পরিষ্কার করেন।

ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হওয়াতে, এক দিন অপরিষ্কার থাকলেই ড্রেন উপচে পানি বাসা বাড়িতে ঢুকে যায়। তাই প্রতিদিন স্যার নিজ দায়িত্বে কাজটি করেন। প্রচার বিমুখ এক অসাধারণ মানুষ তিনি।



একজন প্রফেসর মানুষ… সব ছাত্র-ছাত্রীকে আপনি বলে ডাকেন। স্যারকে কখনো রাগ করে না, যদিও সার্জনদের বদমেজাজী হিসেবে খ্যাতি থাকে। স্যারের অসাধারণ মেধা, এটা ওই হসপিটালের প্রত্যেকটা ছাত্র-ছাত্রী জানে।

এমন মানুষের জন্য সম্মান অন্তর থেকে আসে।এমন শিক্ষক যুগে যুগে খুব কমই আসে… স্যারকে আল্লাহ্ সুস্থ রাখুক এই দোয়া করি।



কাজল স্যার ময়মনসিংহ মেডিকেলের ম-১০ ব্যাচের ছাত্র। আমি ময়মনসিংহ তে পড়ার সময় স্যারকে অনেক দেখেছি। স্যার নাকি জিদ করে বিসিএস চাকুরি ছেড়ে দিয়েছিলেন। স্যারের ব্যাচমেট ম-১০ এর প্রফেসর আশরাফুল জিন্নাহ (GVsMC), প্রফেসর আনোয়ার হোসেন(অর্থোপেডিক, CMC), প্রফেসর ফারুক (কার্ডিওলজি, NICVD), প্রফেসর খোরশেদ আলম (anesthesia, DCMC), প্রফেসর রোকেয়া বেগম (physio, Enam medical), মেজর জেনারেল সাইফুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহিম, প্রফেসর হাফিজুর রহমান (Delta medical), প্রফেসর শফিকুল হাসান বাবলু (ICmH), প্রফেসর শামসুল আলম ফারুক (BMC), প্রফেসর রেজাউল করিম রেজা (কার্ডিওলজি, Birdem) ইত্যাদি প্রায় ১৮০ জন ক্লাশমেট কাজল স্যার সম্পর্কে ভালো বলতে পারবেন।

আমরা সমাজের জঞ্জাল নিজেরাই করতে পারি। এর জন্য প্রাতিষ্ঠানিক যোগ্যতা নয়। শুধুই ইচ্ছা দরকার। আগে নিজের চারিপাশ।














You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.