Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

বাংলাদেশ ভারতকে গ্যাস দিচ্ছে, এটা ভুল ধারণা: সিলেটে পররাষ্ট্রমন্ত্রী







বাংলাদেশ ভারতকে গ্যাস দিয়ে দিচ্ছে, এটি ভুল ধারণা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামের নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটা ভুল ধারণা তৈরি হচ্ছে যে, ভারতকে বাংলাদেশ গ্যাস দিয়ে দিচ্ছে। আসলে বিদেশ থেকে আনা আমদানিকৃত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) প্রক্রিয়াজাতকরণ করে তা ভারতে রফতানি করা হবে। এতে বাংলাদেশই লাভবান হবে।



ড. মোমেন বলেন, ‘বিভিন্ন দেশ এভাবে গ্যাস আমদানি করে প্রক্রিয়াজাত করে আবার রফতানি করে আসছে।’

এ সময় মন্ত্রীর সাথে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া, বিসিবির পরিচালক শফিউল আলম নাদেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।



প্রসঙ্গত, অতি সম্প্রতি নয়া দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। তন্মধ্যে এলএনজি রফতানির বিষয়টিও রয়েছে। তবে এ নিয়ে দেশে অপপ্রচার চালানো হয় যে, বাংলাদেশে উৎপন্ন গ্যাস ভারতকে দিয়ে দেওয়া হচ্ছে।
– সিলেটভিউ২৪ডটকম














You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.