Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

গ্রিস যাওয়ার পথে নিহ’ত সিলেটের এনামুলের মৃ’তদে’হ উ’দ্ধার করেছে গ্রিস প্রশাসন







তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে মা’রা যাওয়া সিলেটের এনামুল এহসানের মৃ’তদে’হ উ’দ্ধার করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী ইউরো-বাংলা প্রেসক্লাবের সভাপতি তাইজুল ইসলাম ফয়েজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এনামুলের বিষয়টি গ্রিস প্রশাসনকে অবগত করার পর থেকে লা’শ পাওয়ার স’ন্ধান করা হচ্ছিল। রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন এনডিসি গ্রিস প্রশাসনের উর্ধতন কর্মকর্তার সাথে রীতিমত যোগাযোগ অব্যাহত রেখেছিলেন। তারই ধারাবাহিকতায় গ্রিস প্রশাসন সর্বাত্মক প্রযুক্তি ব্যবহার করে আলেকজান্ডার পলি বর্ডার এরিয়া থেকে হেলিকপ্টারযোগে এনামুলের মৃ’তদে’হ উ’দ্ধার করে এবং আলেকজান্ডার পলি নামক হসপিটালে হস্তান্তর করে ।



উল্লেখ্য, গত কয়েক দিন থেকে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার রাজাপুরের আহমদ জায়গীরদারের দ্বিতীয় ছেলে এনামুল এহসান জায়গীরদার ফয়ছল (বোয়ালজুড় বাজারের সাবেক ব্যবসায়ী) তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে ই’ন্তেকালের খবর বিভিন্ন অনলাইন পোর্টাল ও ফেসবুকে ভাইরাল হয়।



এনামুলের সাথে থাকা নিকট আত্মীয় ফয়েজ জানান, তারা তুরস্ক বর্ডার অতিক্র’ম করে গ্রিস বর্ডারে প্রবেশ করলে বরফের মধ্যে এনামুল অজ্ঞা’ন হয়ে যায়। এক পর্যায়ে তার জ্ঞা’ন ফিরে আসে এবং খাবার চায়। পরে সে মৃ’ত্যুর কোলে ঢলে পড়ে। তারা দা’লালের চোখকে ফাঁকি দিয়ে এনামুলের মৃ’তদে’হের কয়েকটি ছবি তুলে নেন। দালাল তাদেরকে হু’মকি-ধাম’কি দিয়ে লা’শটি ফেলে দিয়ে তাদেরকে গাড়িতে তুলে নিয়ে চলে আসে।



দূতাবাসের কাউন্সিলর ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী জানান, এনামুলের মত অবৈ’ধ পথে আর যেন কোন বাংলাদেশি ইউরোপে পাড়ি না জমায়। বর্তমান সরকার আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপের শ্রমবাজার চালু করার। আমরা আশাবাদী খুব শীঘ্রই ইউরোপের শ্রমবাজার চালু হবে। দা’লালদের খ’প্পরে পড়ে জীবনের ঝুঁ’কি নিয়ে আর কোনো যুবক প্রাণ হা’রায় সরকার তা চায় না।



দূতাবাসের প্রথম সচিব ও কাউন্সিলর লেখক সুজন দেবনাথ বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমিনের নির্দেশে রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন এনডিসির দিকনির্দেশনায় গ্রিস প্রশাসন ও দূতাবাস এর সর্বাত্মক প্রচেষ্টায় এনামুলের লা’শ পেতে আমরা সক্ষম হয়েছি। দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাংবাদিকবৃন্দ তাদের লেখনির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।



গ্রিস জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মুমিন খান বলেন, ইউরোপের অন্যান্য দেশ ও লন্ডনে অবস্থানরত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কমিউনিটির ব্যক্তিবর্গ যে ভূমিকা রেখেছেন তা প্রশংসার দাবিদার।

ইউরো-বাংলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বিএসসি বলেন, এনামুলের লা’শ পেতে বাংলাদেশ দূতাবাস ও পুলিশ-প্রশাসনের পাশাপাশি সাংবাদিকবৃন্দ যে ভূমিকা রেখেছেন তা নজির স্থাপন করেছে। আমাদের আরও সচেতন হতে হবে, আমরা যেন আর অবৈ’ধ পথে ইউরোপে পাড়ি না জমাই। এনামুলের লা’শ বাংলাদেশি যুবকদের সত’র্কবার্তা দিয়ে গেল। আমরা তার আ’ত্মার মাগফেরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।













You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.