Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

ভারতে মুসলিম হ’ত্যার প্র’তিবাদে বাদ জুম’আ সিলেটের রাজপথ উত্তাল


ভারতের হিন্দুত্ববাদীদের সহিং’সতা, মুসলিম গণহ’ত্যা-নি’র্যাতন ও মসজিদ-মিনারে অঙ্গিসংযোগের প্রতিবাদে সিলেটের রাজপথ (আজ) শুক্রবার বাদ জুম’আ ছিল উত্তাল। নামাজ শেষে পূর্ব ঘোষিত প্রস্তুতি নিয়ে সিলেটের রাজপথে নেমে আছে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে জমিয়তে উলামায়ে বাংলাদেশ সিলেট মহানগর শাখা। এছাড়া এই ইস্যুতে বিক্ষো’ভ মিছিল করে প্রিন্সিপাল হাবিবুর রহমান (রহ.) প্রজন্ম।

শুক্রবার (২৮ ফেব্র“য়ারি) বাদ জুমআ বন্দরবাজার দলীয় অফিসের সামনে থেকে মি’ছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় বি’ক্ষু’ব্ধ ছাত্র জমিয়তের নেতাকর্মী ও মুসলি­রা আবু জাহেলের উত্তরসূরী স’ন্ত্রা’সী নরেন্দ্র মোদির কুশপু’ত্তলিকা দাহ করে তার দুগালে জু’তা নিক্ষে’প করেন। বিক্ষো’ভ সমাবেশে বক্তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী হয়ে স’ন্ত্রা’সী মোদী নিরীহ মুসলমানদের উপর হ’ত্যাযজ্ঞ চালাচ্ছে। নির্বিচারে গু’লি করে মা’রছে।

মসজিদ-মাদ্রাসা জ্বা’লিয়ে পু’ড়িয়ে দিচ্ছে, মিনারে হ’নুমানের পতাকা লাগিয়েছে। এসব কাজ বিশ্বের ৪০০ কোটি মুসলমানদের কলিজায় আ’ঘা’ত দিয়েছে। মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে ইসলাম ও মুসলিমবিদ্বেষী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না। মুজিববর্ষের অনুষ্ঠানে মোদি যোগ দিলে এদেশে বদরের যু’দ্ধের পূণরাবৃত্তি হবে বলে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, শাপলা চত্তরে রক্ত দিয়েছি, এ র’ক্তের দা’গ এখনও শোকায়নি। প্রয়োজনে মোদি দেশে আসলে আবারও র’ক্ত দিতে আমরা প্রস্তুত রয়েছি। তবুও মুসলমানদের উপর কোন ধরণের নি’র্যাতন সহ্য করবো না।

ক্ষো’ভ প্রকাশ করে বক্তারা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- ভারতে নৃশং’সতা তাদের অভ্যন্তরীন বিষয়। মন্ত্রীর এরকম বক্তব্য ৯৫ ভাগ মুসলমানের দেশে মুসলমানদের কলিজায় আ’ঘা’ত লেগেছে। তিনি তো একজন মুসলমান হয়ে এরকম বক্তব্য তার মুখে মানায় না। অবিলম্বে এ বক্তব্য প্র’ত্যাহার করার জোর দাবি জানান। অন্যথায় মোদির পক্ষে যারাই উকালত করবে বাংলার জনগণ তাদের বরদাশত করবে না। প্রয়োজনে তারা শাহাদাত বরণ করতেও প্রস্তুত।

ভারতের শত শত বছরের ইতিহাস, ঐতিহাসিক স্থাপনা ও ঐতিহ্য-অবদানে মুসলমানদের নাম মিশে আছে এমনটা দাবী করে বক্তারা আরও বলেন, ভারতের ঐতিহাসিক বহু স্থাপত্য মুসলমানদের তৈরি। চাইলেই এসব মুছে দেয়া যায় না। ভারতীয় মুসলমানদের অবদানের কাছে আজ পুরো বিশ্ব ঋণী। বিজেপিসহ কট্টরপন্থী হিন্দু সংগঠনগুলো ভারতকে মুসলিমশূন্য করার জন্য মুসলিম সম্প্রদায়ের ওপর ধারাবাহিক যে নি’র্যাতন নি’পীড়ন চা’লাচ্ছে তা মোদি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প’তন ডেকে আনবে।

বক্তারা বলেন, ইসলাম সবসময় মানবাধিকার, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার কথা বলে অমুসলিম সম্প্রদায়কে নিরাপত্তাদানের কথা বলে। আমাদের দেশের মুসলমানগণ বারবার তা প্রমাণ করে দেখিয়েছে। এ দেশে মানবপ্রাচীর তৈরি করে মন্দির পাহারা দেয়ার নজীর আমরা দেখিয়েছি। বাংলাদেশে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা ভোগ করে বসবাস করছে। অথচ ভারতে এর উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি। ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় সবসময় সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায় কর্তৃক নি’র্যাতিত নি’পীড়িত হচ্ছে। ভারতের উচিৎ হবে নিজেদের দেশের সংখ্যালঘুদের নিরাপ’ত্তা ও নাগরিক অধিকার নিয়ে কাজ করা।

জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও ছাত্র বিষয়ক সম্পাদক মুহাম্মদ লুৎফুর রহমানের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মহানগর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, জেলার সাধারন সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর সহ-সভাপতি মাওলানা খয়রুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ শামীম আহমদ, মহানগর সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালিম ক্বাসেমী, মহানগর জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা আখতারুজ্জামান তালুকদার, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, হাফিজ কবির আহমদ, মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ, মাওলানা মতিউর রহমান, মাওলানা আসাদ উদ্দিন, সৈয়দ ওবায়দুর রহমান প্রমুখ। বিক্ষোভ মিছিলে মোদি বিরোধী স্লোগানে স্লোগানে মুখরিত ছিল সিলেটের রাজপথ। এদিকে বাদ জুম’আ ঐতিহ্যবাহী কাজিরবাজার মাদ্রাসা থেকে পিন্সিপাল হাবিবুর রহমান (রহ.) প্রজন্মের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি কোর্ট পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পিন্সিপাল হাবিবুর রহমান (রহ.) প্রজন্মেও আহবায়ক ম্ওালানা সামিউর রহমান মুসার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব বিশিষ্ট ইসলামি স্কলার মাওলানা শাহ মমশাদ আহমদ, ম্ওালানা মোস্তাক আহমদ ও মাওলাসা সৈয়দ শামীম আহমদ প্রমুখ।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.