Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

দিল্লি দা’ঙ্গা : এই ব’ন্দুকধা’রীর নাম শাহরুখ নয়, চন্দ্রাল শুল্কা!


ভারতের রাজধানী দিল্লির অ’গ্নিগর্ভ পরিস্থিতির জন্য শাস’ক শিবির কখনো পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআই – এর হাত দেখছে , কখনো পাকিস্তানি মদদপুষ্ট ইসলামি জঙ্গি সংগঠনের কারসাজি দেখছে।

কিন্তু স্থানীয় মানুষজন সাক্ষী থাকছেন ‘হিন্দুয়োকা হিন্দুস্তান ’ আর ‘জয় শ্রীরাম ’ ধ্বনির সঙ্গে সঙ্গে রাজধানীর আকাশে কালো ধোঁয়া পাকিয়ে উঠছে, তখনো এর পিছনে ইসলামি জঙ্গিদের তত্ত্ব থেকে সরতে দেখা যায়নি গেরুয়া শিবিরের নেতাদের।

আর তারই মাঝে জাফরাবাদ এলাকায় ব’ন্দুক উঁচিয়ে সং’ঘ’র্ষে নে’তৃত্ব দেয়া তরুণকে আ’টক করে পুলিশ জানতে পারে তার নাম শাহরুখ। তখন তো সব র’হস্যের জট একেবারে জলকে জল , পানিকে পানি। কিন্তু না, পুলিশের হাতে ধৃ’ত শাহরুখ মোটেই মুসলিম সম্প্রদায়ভুক্ত নয়। তার আসল নাম শাহরুখ চন্দ্রাল শুক্লা, আদতে উত্তরপ্রদেশীয় ব্রা’হ্মণ স’ন্তান। বরাবরই কট্টর হিন্দুত্ব’বাদী সংগঠনগুলোর কাছের মানুষ।

দিন কয়েক ধরে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, উ’ল্টোদিক থেকে ঝাকে ঝাকে ই’ট উ’ড়ে আসছে। আর ঠিক চোখের সামনে থেকে ব’ন্দুক উঁচিয়ে আস্ফালন করছে এক যুবক।

দেখে বোঝা যায়, পা’থরবাজদের কার্যত সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে মেরুন শার্ট পরিহিত ওই যুবক। এমনকী এক পুলিশকর্মীকে একা পেয়ে ওই যুবক তার মুখের কাছে ব’ন্দুক তাক করেছিল। তারই গুলিতে প্রাণ গেছে এক পুলিশকর্মীর। আহ’ত হয়েছেন কমপক্ষে ১০০ জন।

বেপ’রোয়াভাবে গু’লি চা’লাতে চা’লাতে ওই যুবক যখন ক্রমাগত হু’মকি দিতে দিতে এগিয়ে যাচ্ছিল, তখনই রাস্তার ডিভাইডার ট’পকে, তাকে ধরতে এগিয়ে যান দিল্লি পুলিশের হেড কনস্টেবল রতনলাল। এর পরের দৃ’শ্য চমকে যাওয়ার মতো। মুহূর্তের মধ্যে রতন’লালকে লক্ষ্য করে গুলি চালায় নীল জিনস ও কালচে মেরুণ শার্ট পিরিহিত ওই যুবক।

হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ওই পুলিশকর্মীর মৃ’ত্যু হয়। ওইদিন রাত ১০টা নাগাদ পুলিশ তাকে গ্রে’ফতার করে। প্রথমে জানা যায়, ওই যুবকের নাম মুহাম্মদ শাহরুখ। পরে জানা যায় তার আসল পরিচয়। সে থাকে দিল্লির সাহাদারা অঞ্চলে। আসল নাম চন্দ্রাল শুক্লা। ডাক নাম শাহরুখ।
সূত্র : টিডিএন

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.