Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

আমেরিকায় করোনাভাইরাসে আরো ৭ বাংলাদেশির মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকায় আরো ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এনিয়ে সোমবার নিউইয়র্কে ৫ জন, নিউজার্সি ও মিশিগানে আরো একজনের করোনায় মৃত্যুর খবর নিশ্চিত করেছে আওয়াজবিডি।

সোমবার করোনায় আক্রান্ত হয়ে কুইন্সের ওজনপার্কের বাসিন্দা আনোয়ারুল আলম চৌধুরীর (৭৫),জ্যামাইকার হিলসাইড বসবাসরত নিশাত চৌধুরী (৩২), ব্রুকলিনের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ ইব্রাহীম, জ্যামাইকার বাসিন্দা খালেদ হাসমত (৬০) ও ফটোসাংবাদিক এ হাই স্বপন নিউইয়র্কের মারা গেছেন।

এছাড়া নিউজার্সি অঙ্গরাজ্যে বসবাসরত আলী আকবর নামের আরো এক বাংলাদেশির মৃত্যু হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ড্রেটয়েট সিটির বাসিন্দা, গোলাপগঞ্জ সমিতির সহসভাপতি শেরুজ্জামান কোরেশী জাহানের বাবা শামসুল হুদা চৌধুরী (খালিছ মিয়া) বয়স ৮০ হেনরি ফ্রড হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার দুপুরে মারা গেছেন। উনার দেশের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া। মিশিগান থেকে আওয়াজবিডি প্রতিনিধি ফারজানা চৌধুরী মৃত্যুর খবর নিশ্চিত করেন।

এর আগে প্রাণঘাতী করোনাভাইরাসে গত রোববার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে আরও আটজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে ২৬ বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। আমেরিকায় সর্বমোট ৩০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে ২৮ মার্চ মৃত্যু হয়েছিল কায়কোবাদ, শফিকুর রহমান মজুমদার, আজিজুর রহমান, মির্জা হুদা, বিজিত কুমার সাহা, মো. শিপন হোসাইন, জায়েদ আলম ও মুতাব্বির চৌধুরী ইসমত। এ ছাড়া মিশিগান অঙ্গরাজ্যের ড্রেটয়েট সিটি ও নিউজার্সির প্যাটারসনে দুই বাংলাদেশি নারীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তাঁদের দুজনের দেশের বাড়ি বৃহত্তর সিলেটে বলে জানা গেছে।

করোনাভাইরাসে একের পর এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুর ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। শোকে স্তব্ধ কমিউনিটিতে অনেক প্রবাসীর করোনায় আক্রান্ত হওয়ার খবরও পাওয়া গেছে। এর মধ্যে বাংলা সংবাদমাধ্যমের ইলিয়াস খসরু, ফরিদ আলম ছাড়াও চিকিৎসক আতাউল ওসমানী, সাবেক ছাত্রনেতা শাহাব উদ্দিন, কমিউনিটি নেতা ফরহাদ আহমেদ চৌধুরীসহ অনেকের জন্য স্বজনেরা দোয়া প্রার্থনা করেছেন। হাসপাতালে নেওয়ার পর অনেকেই করোনা আক্রান্ত কি না, জানতেও পারছেন না।

করোনা আতঙ্কে কিছুটা স্বস্তির খবরও আছে। বাংলাদেশ সোসাইটির দুইবারের সভাপতি কামাল আহমদ অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হন। তাঁর করোনাভাইরাস নেগেটিভ ধরা পড়েছে বলে জানিয়েছেন ওই সংগঠনের সেক্রেটারি রুহুল আমিন।

আমেরিকায় সর্বশেষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ২৫৩জন। নিউইয়র্ক রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনায় নিউইয়র্কে আক্রান্ত মানুষের সংখ্যা ৬৭ হাজার ৩২৫। এতে মৃত্যু হয়েছে ১৩৪২ জনের।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.