Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

বিয়ানীবাজারে বেশির ভাগ কেন্দ্রে বিশাল ব্যবধানে এগিয়ে নৌকা







সিলেট-০৬ আসন (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) বিয়ানীবাজার উপজেলার কয়েকটির ফলাফল প্রকাশ করা হয়েছে। সেখানে বেশির ভাগ কেন্দ্রে এগিয়ে নৌকা এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ।

প্রবাসী অধ্যুষিত এ দুই উপজেলা নিয়ে গঠিত সিলেট-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন প্রার্থী। তারা হচ্ছেন- আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থী নুরুল ইসলাম নাহিদ (নৌকা), বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আজমল হোসাইন (হাতপাখা) ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেন মিয়া মিলু (মোটরগাড়ি)। এছাড়াও এ আসনে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী শমসের মবিন চৌধুরী (কুলা) গত ১৯ ডিসেম্বর মহাজোট প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।



পাতন-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে মহাজোটের নুরুল ইসলাম নাহিদ ১৮৯৬টি ভোট এবং ঐক্যফ্রন্টের ফয়সল আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬০১ ভোট। একেন্দ্রে ভোটার সংখ্যা ৩২৩৮।

মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মহাজোটের নুরুল ইসলাম নাহিদ নৌকা প্রতীকে ১২১৪ ভোট এবং ঐক্যফ্রন্ট এর ফয়সল আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৫১ ভোট। একেন্দ্রে ভোটার সংখ্যা ২৪৯৮।



মাটিজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে মহাজোটের নুরুল ইসলাম নাহিদ ১৩১০টি ভোট এবং ঐক্যফ্রন্টের ফয়সল আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৬৫ ভোট। একেন্দ্রে ভোটার সংখ্যা ২৫৯৬।

গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মহাজোটের নুরুল ইসলাম নাহিদ নৌকা প্রতীকে ৭৭৫ ভোট এবং ঐক্যফ্রন্ট এর ফয়সল আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩১৫ ভোট। একেন্দ্রে ভোটার সংখ্যা ১২৩৯।

শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট ভোটার ৪০৩৮জন। এখানে মহাজোট প্রার্থী নুরুল ইসলাম নাহিদ নৌকা প্রতীক পেয়েছে্ন ২৭২৯ ভোট। ঐক্যফ্রন্ট প্রার্থী ধানের শীষ প্রতীক পেয়েছেন ৫৮০ ভোট। নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট ভোটার ৫১৯ঞ্জন। এখানে মহাজোট প্রার্থী নুরুল ইসলাম নাহিদ নৌকা প্রতীক পেয়েছে্ন ১৮৫৫ ভোট। ঐক্যফ্রন্ট প্রার্থী ধানের শীষ প্রতীক পেয়েছেন ১০৯ ভোট।



মাথিউরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় মহাজোটের নুরুল ইসলাম নাহিদ নৌকা প্রতীকে ১৩৯৩ ভোট এবং ঐক্যফ্রন্ট এর ফয়সল আহমদ চৌধুরী ধান প্রতীকে পেয়েছেন ১৮৯ ভোট। মাথিউরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ১৭৮১।দুধবকশী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নৌকা প্রতীক নিয়ে মহাজোটের নুরুল ইসলাম নাহিদ ১১১১টি ভোট এবং ঐক্যফ্রন্ট এর ফয়সল আহমদ চৌধুরী ধান প্রতীকে পেয়েছেন ৪১৩ ভোট। একেন্দ্রে ভোটার সংখ্যা ১৮৪৪। মাথিউরা ওয়াছিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষপাল কেন্দ্রে মহাজোটের নুরুল ইসলাম নাহিদ নৌকা প্রতীকে ৫৪১ ভোট এবং ঐক্যফ্রন্ট এর ফয়সল আহমদ চৌধুরী ধান প্রতীকে পেয়েছেন ১১৩ ভোট। একেন্দ্রে ভোটার সংখ্যা ৭৫৯। নালবহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা প্রতীক নিয়ে মহাজোটের নুরুল ইসলাম নাহিদ ১০৯৪ ভোট এবং ঐক্যফ্রন্ট এর ফয়সল আহমদ চৌধুরী ধান প্রতীকে পেয়েছেন ৬২১ ভোট। একেন্দ্রে মোট ভোটার ২৩৯১ ভোট। মাথিউরা সিনিয়র ফাযিল মাদ্রাসায় মহাজোটের নুরুল ইসলাম নাহিদ নৌকা প্রতীকে ১১৪৮ ভোট ঐক্যফ্রন্ট এর ফয়সল আহমদ চৌধুরী ধান প্রতীকে পেয়েছেন ৮৪১ ভোট পেয়েছেন।



বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘোষিত ফলাফল এ কেন্দ্রটিতে ভোট ভোটার সংখ্যা ১৩৬৮ , ভোটাধিকার প্রয়োগ করেছেন ১১০১।

মহাজোট প্রার্থী নুরুল ইসলাম নাহিদ নৌকা প্রতীক পেয়েছে্ন ৭৩১ ভোট। ঐক্যফ্রন্ট প্রার্থী ধানের শীষ প্রতীক পেয়েছেন ৩১০ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীক পেয়েছেন ১০ ভোট। স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেন মিয়া মিলু মোটরগাড়ি প্রতীক পেয়েছেন ১ ভোট। এ কেন্দ্রে ৯টি ভোট বাতিল ঘোষোনা করা হয়েছে।

















You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.