Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

সিলেটে ভোট পড়েছে ৭৫ শতাংশ







একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ৭৫ দশমিক ৫৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়ে সিলেট-৪ আসনে, ৮৪ দশমিক ৯১ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়ে সিলেট-২ আসনে, ৫২ দশমিক ৩০ শতাংশ।

রোববার (৩০ ডিসেম্বর) রাতে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা যায়।



সিলেট-১ আসনে ভোট পড়েছে ৭৯ দশমিক ৭৪ শতাংশ। এ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর।

সিলেট সদর ও উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ২শ ১৯ ভোট, কেন্দ্র সংখ্যা ২১৫। প্রদত্ত ভোট ৪ লাখ ৩৩ হাজার ৯শ ৬১। বৈধ ভোটের সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৫শ ৯। বাতিলকৃত ভোটের সংখ্যা ৭ হাজার ৪শ ৫২।

সিলেট-২ আসনে মোট ভোট পড়েছে সবচেয়ে কম ৫২ দশমিক ৩০ শতাংশ। এ আসনে জয়ী হয়েছে গণফোরামের ঐক্যফ্রন্টের প্রার্থী মোকাব্বির খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান।



বিশ্বনাথ ও ওসমানীনগর নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৫শ ৮৬, ভোটকেন্দ্র ১২৭টি। প্রদত্ত ভোট ১ লাখ ৪৯ হাজার ৮শ ৭৩ ভোট। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ১শ ৮৮। বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ৬শ ৮৫।

সিলেট-৩ আসনে ৮৩ দশমিক ৫৩ শতাংশ মানুষ ভোট দিয়েছেন । এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শফি আহমদ চৌধুরী।

বালাগঞ্জ-দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ৬শ ৫৬, ভোটকেন্দ্র ১৪৮। প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৩শ ৫২ ভোট। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৯শ ৯৫। বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৩শ ৫৭।



সিলেট-৪ আসনে সবচেয়ে বেশি সংখ্যক ৮৪ দশমিক ৯১ শতাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ আসনে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী ইমরান আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির দিলদার হোসেন সেলিম।

জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ নিয়ে গঠিত এ আসনের ১৫৩ কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ২শ ৩০। প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৫শ ৭৩। বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ২০ হাজার ৯৩। বাতিলকৃত ভোটের সংখ্যা ৪ হাজার ৪শ ৮০।

সিলেট-৫ আসনে ভোট পড়েছে ৭৪ দশমিক ১৯ শতাংশ। এ আসনে জয়ী হয়েছে আওয়ামী লীগের প্রার্থী হাফিজ আহমদ মজুমদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক



জকিগঞ্জ ও কানাইঘাট নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৫শ ৮, ভোটকেন্দ্র ১৫৮টি। প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৪০ হাজার ৭শ ৫০। মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ২শ ৯৭। বাতিলকৃত ভোটের সংখ্যা ৪ হাজার ৪শ ৫৩।

সিলেট-৬ আসনে ভোট দিয়েছেন ৭৮ দশমিক ৭০ শতাংশ মানুষ। এ আসনে টানা তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফয়সল আহমদ চৌধুরী।

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৩শ ১৫, মোট ভোটকেন্দ্র ১৯১। প্রদত্ত ভোট ৩ লাখ ৯ হাজার ৫শ ৫৫টি। বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৬৮। বাতিলকৃত ভোটের সংখ্যা ৩ হাজার ৪শ ৮৭ ভোট।

















You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.