
বিয়ানীবাজার থেকে ৯৫০ পিস ইয়াবাসহ পিতা-পুত্রকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৮ জানুয়ারি) বেলা পৌনে ২ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ানীবাজারের দুবাগ পয়েন্ট থেকে তাদের আটক করে।
আটক দুজন হলো- বিয়ানীবাজার উপজেলার উত্তর গজুকাটা গ্রামের মো. জসিম আহমেদ জাসিম (২৫) ও তার পিতা আনু মিয়া। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন কৌশলে পালিয়ে যায়।
পলাতক মাদক ব্যবসায়ী হলো- স্থানীয় দক্ষিণ গজুকাটা গ্রামের মৃত আব্দুল বাসারের ছেলে মো. আব্দুল কাদির (৪০)।
এ ব্যাপারে র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান বলেন- উদ্ধারকৃত মাদক দ্রব্যসহ আটক দুজনকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।