
ব্যস্ত মহাসড়কের ওপর বিদ্যুতের খুঁটি! পৃথবীর প্রায় সব দেশে এটা অবাস্তব চিন্তা হলেও বাংলাদেশে এটাই বাস্তব। নরসিংদী জেলার শিবপুর থানার কারারচরে ঢাকা সিলেট মহাসড়কের প্রায় দশ ইঞ্চি ভেতরে একটি বিদ্যুতের খুঁটি ‘বীরদর্পে’ দাঁড়িয়ে আছে।
সৈয়দ সায়েদুল হক সুমন নামে এক আইনজীবী ওই খুঁটির সামনে দাঁড়িয়ে সচেতনতামূলক একটি বক্তব্য দিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। পরে ভিডিওটি ফেসবুকে ব্যাপক সাড়া ফেলে।
প্রতিদিন এ রাস্তায় হাজার হাজার বাস চলাচল করে। হয়তো এ সমস্যাটির সমাধান করতে পারবেন, এমন কর্মকর্তাদেরও চোখ এড়ায় না খুঁটিটি। কিন্তু হায়! কেউই বিপজ্জনক খুঁটিটি সরানোর উদ্যোগ নিচ্ছেন না।
দীর্ঘদিন ধরে খুঁটিটি রাস্তার ওপর এভাবে দাঁড়িয়ে আছে এবং সেখানে সড়ক বাতি না থাকায় ঝুঁকিও অনেক বেশি। যেকোনো সময় মহাসড়কের দ্রতগামী কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লেগে বড় ধরনের কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে।
ভিডিওটি দেখতে চাইলে এখানে ক্লিক করুন..