Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

কোয়াব বিয়ানীবাজার’র ক্রিকেট একাডেমী’র আনুষ্ঠানিক যাত্রা শুরু








উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ-(কোয়াব) বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল বয়স ভিত্তিক ‘কোয়াব বিয়ানীবাজার ক্রিকেট একাডেমী’।

ভবিষ্যত ক্রিকেটার তৈরির জন্য ও স্হানীয় ক্রীড়াঙ্গনের ঐতিহ্যকে অগ্রসর করার লক্ষ্য নিয়ে ১৬ নভেম্বর শুক্রবার দুপুর ২ ঘটিকার সময় পৌরশহরের পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ক্রিকেট একাডেমীর আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ। এর আগে একাডেমী’র ১৫০ জন প্রশিক্ষনার্থীদের সাথে নিয়ে আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষ্যে পৌরশহরে র‍্যালী-শোভাযাত্রা করেছে ক্রিকেট একাডেমীর কর্মকর্তারা।

কোয়াব বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি সাইফুল আলম সুহেল’র সভাপতিত্বে এবং সিনিয়র সদস্য মাসুম আহমদ ও সহ সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। বিশেষ অতিথি ছিলেন পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক আব্দুল হাছিব জীবন, জেলা পরিষদ সদস্য নজরুল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সম্পাদক আবুল হোসেন খসরু, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, গোলাবিয়া লাইব্রেরীর সাধারণ সম্পাদক আবু আহমদ শাহেদ, বিয়ানীবাজার মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল বাছিত টিপু, সাবেক ক্রিকেটার মীর হোসেন আল মোহাম্মদী খোকন, সাবেক ক্রিকেটার আব্দুল কাদির, বিয়ানীবাজার মোহামেডান স্পোর্টিং ক্লাবের আজীবন সদস্য মিজানুর রহমান রুমেল, বিয়ানীবাজার জার্নালিষ্ট এসোসিয়েশন সহ সভাপতি হাসান শাহরিয়ার, রিপোর্টাস ইউনিটি বিয়ানীবাজারের সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়।

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কোয়াব বিয়ানীবীজার ক্রিকেট একাডেমী’র আহবায়ক এনাম উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন, সদস্য সচিব এ আর আনিস, যুগ্ন আহবায়ক জিয়াউর রহমান, কোয়াবের সাংগঠনিক সম্পাদক ও বিসিএল চেয়ারম্যান জুনেদ খাঁন, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রাজেল আহমদ।
এছাড়া ও উপস্হিতি ছিলেন আমিন আহমেদ, জাবেদ আহমদ, জায়দুল হক স্বাধীন, আসাদুজ্জামান মিশু, এনাম উদ্দিন এনু, কবির আহমদ, কামরুল হাসান রুমেল, আব্দুল ওয়াদুদ উজ্জ্বল, আব্দস সামাদ,জাবুর আহমদ, মনিরুল ইসলাম রুবেল, এহসানুল ইসলাম, ইফতেখার আহমেদ সাহান, রাসেদ আহমদ, আব্দুল আহাদ শাহ, জাবের মাহমুদ তাপাদার, খন্দকার লোকমান, রাহাত খাঁন, নাহিদ হাসান,বাদল আহমেদ,মন্জুর হাসান, আরিফুল ইসলাম, শাহেদ আহমদ, সৌদ আহমেদ, মাসুদ আহমদ প্রমূখ।

You might also like

Comments are closed.