Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

‘সিলেট থেকে চালু হবে বিমানের কার্গো সার্ভিস’







সিলেটের নানা শিল্পের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি এসব পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে সিলেট থেকে সরাসরি বিমানের কার্গো সার্ভিস চালু করার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, এখন বাণিজ্যনির্ভর অর্থনীতির ওপরই দাঁড়িয়ে আছে সারাবিশ্ব। যেকোনো দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে ব্যবসা-বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশীয় পণ্যের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



শনিবার বিকেলে সিলেট ৫ম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে আমাদেরকে দেশীয় পণ্যের বাজার সম্প্রসারিত করতেই হবে। আর এর মাধ্যম হতে পারে আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

এর আগে সিলেট নগরীর শাহি ঈদগাস্থ সদর উপজেলার খেলার মাঠ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। মাসব্যাপী এ মেলার আয়োজন করেছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।



বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেটের চা-শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এখানকার হাওর-বাওরের মাছ যদি প্রক্রিয়াজাত করে বিদেশে রফতানি করা যায় তবে দেশের অর্থনীতি লাভবান হবে। এজন্য সিলেটে মৎস্য প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করার পাশাপাশি সিলেট থেকে সরাসরি বিমানের কার্গো সার্ভিস চালু করা প্রয়োজন। বাণিজ্য সম্প্রসারণের সিলেটের এসব উন্নয়নের কথা সরকারের পরিকল্পনায়ও আছে।



তিনি বলেন, একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য ৩-৪ মাস আগ থেকে মাঠ প্রস্তুত করতে হয়। এজন্য মেলার জন্য স্থায়ী মাঠের প্রয়োজন। খেলার মাঠে আন্তর্জাতিক বাণিজ্য মেলা করতে গেলে খেলাধুলা বাধাগ্রস্ত হয়। এজন্য আমাদেরকে মেলার জন্য বিকল্প মাঠ নিয়ে ভাবতে হবে।



সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাসিন আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আবদুর জব্বার জলিল, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. মোশাহিদ আলী।



এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, জ্যেষ্ঠ সাংবাদিক ইকরামুল কবির, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল ও ইমজার সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ।














You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.