Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

বিয়ানীবাজারে ভোটার উপস্থিতি কম, নিরুত্তাপ ভোট







বিয়ানীবাজারে আজ সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হয়েছে উপজেলা নির্বাচনের ভোট গ্রহন। শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ কার্যক্রম। তবে কেন্দ্রগুলোর বুথের সামনের সারিতে ভোটারদের উপস্থিতি কম। বাইরে এজেন্টদের ভীড় থাকলে থাকলেও কেন্দ্র গুলো ভোটার শূন্য, ভোটারদের অনুপস্থিতিতে ভোট কাস্ট নিয়ে রয়েছে নানা ব্যখ্যা। তবে ভোট শুরু হওয়ার এক-দেড় ঘন্টা পর সাড়ে নয়টার দিকে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। এখন পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে আইনশৃংখলা বাহিনীর তৎপরতায় সুষ্ঠু ভোটগ্রহণ চলছে।



প্রিসাইডিং কর্মকর্তাদের সাথে আলাপ কালে তারা জানান, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে এ নিয়ে আমরা আশাবাদী। তবে অবাধ সুষ্ঠু নির্বাচনের সফল সমাপ্তি হবে বলে মনে করেন তারা৷



উল্লেখ্য, বিয়ানীবাজার পৌরসভা সহ ১০ টি ইউনিয়নে সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৬জন ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন মোট ১২ জন প্রার্থী অংশগ্রহণ করবেন।



অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলায় ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৭০হাজার ৬১৫জন। এ উপজেলা নির্বাচনে ৬জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও ৩জন ভাইস চেয়ারম্যান ও ৩জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা আতাউর অহমান খান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম পল্লব (হেলিকপ্টার), মোঃ জাকির হোসেন (আনারস), শামীম আহমেদ (মোটরসাইকেল), মোঃ আবুল হাসনাত (দোয়াত কলম) ও মোঃ আলকাছ আলী (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী হচ্ছেন- খছরুল হক খছরু (চশমা), মোঃ জামাল হোসেন (তালা) ও মামুনুর রশীদ খান (টিয়াপাখি)। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী হচ্ছেন- রোকশানা বেগম লিমা (ফুটবল), হাসিনা আকতার (হাঁস) ও জাহানারা বেগম ছাদিয়া (কলস)।














You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.