Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

লন্ডনে গাড়ি পরিষ্কার করে অসহায়দের জন্য অর্থ সংগ্রহ করছে ব্রিটিশ সিলেটি তরুণরা


সাইদুল ইসলাম, লন্ডন : ইস্ট লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার বাংলাদেশি বংশদ্ভোত তরুণদের একটি দল গাড়ি ধুয়ে অসহায় মানুষের জন্য সংগ্রহ করছে অর্থ। একই সাথে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য উদ্ভুদ্ধ করছে অন্যদের। ১৫ থেকে ২০ সদস্যের এই দলটির সকলেই ইস্ট লন্ডন মসজিদের পেছনের ফিলগেইট স্ট্রীটের বাসিন্দা।

শুধু গাড়ী ধুয়া নয়, অনলাইনে ‘ফান্ড মি পেজ’ খুলে প্রচারণা, বাকেট কালেকশন এবং স্ট্রীটে তাবু টানিয়ে চকলেট, কেক ও বিভিন্ন ধরনের ফলের জুস বিক্রি করে উপার্জিত অর্থ জমা করছেন অসহায়দের ফান্ডে। লন্ডনের এশিয়ান টিভির ষ্টেশনে ষ্টেশনে ভিক্ষার থালা নিয়ে চ্যারিটি তোলার চিরাচরিত দৃশ্যের বাইরে গিয়ে তরুণদের এই ব্যাতিক্রমী উদ্যোগ নজর কাড়তে শুরু করেছে কমিউনিটির মানুষের।

অন্যরা যেখানে চ্যারিটি ডিনারের নামে ভূরিভোজ কিংবা টেলিভিশনের পর্দায় চ্যারিটির নামে ব্যবসা করছেন, সেখানে তরুণরা পরিশ্রমের মাধ্যমে গরীবের জন্য ফান্ড সংগ্রহ পরিবর্তনের বার্তা বহন করে। তাছাড়া টাওয়ার হ্যামলেটসের সিংহভাগ তরুণ প্রজন্ম যখন নেশার রাজ্যে বিভোর। পাড়ায় পাড়ায় গ্যাং সংস্কৃতির আধিপত্য যখন চরম পর্যায়ে, মারামারি কিংবা ছুরিকাঘাত নিত্য দিনের ঘটনা ।

ঠিক তখনই তরুণদের মধ্যে এই অংশটি এগিয়ে এসেছে মানবতার কল্যাণে। তাদের বাপ-দাদার আদি নিবাস বাংলাদেশের গরীব অসহায় ও প্রতিবন্ধীদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে তারা। ফিলগেট ব্রাদারস নামের এই সংগঠনটি গত বছরের মে মাসে তাদের কার্যক্রম শুরু করে। উদ্দেশ্য, টেকসই সাহায্য প্রদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানো। যাতে করে অসহায় মানুষ তার জীবনের দুর্ভাগ্যজনক অধ্যায় থেকে মুক্তি পেতে পারে এবং দারিদ্রতা থেকে জীবনযাত্রার মান উন্নত করতে পারে।

ইতিমধ্যে তারা বাংলাদেশ, মিয়ানমার, সিরিয়া এবং কেনিয়ার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অন্য দশটি সংগঠনের মতো এই সংগঠনের নির্দিষ্ট কোন দলনেতা নেই।

এই সংগঠনের একজন সদস্য সালেহ আহমদ আমাদের সময় ডটকমকে জানিয়েছেন, তারা প্রত্যেকেই নেতা এবং প্রত্যেকেই সমান দায়িত্ব নিয়ে কাজ করেন। তিনি আরো বলেন, এ বছর তারা ৩০ হাজার পাউন্ড সংগ্রহের লক্ষ্য সামনে রেখে কাজ করছেন। আগামী ২রা জুন এই সংগঠনটি বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্যের জন্য ইস্টলন্ডনের রমফোর্ড স্ট্রীটে কার ওয়াস কর্মসূচি পালন করবে।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.