Beanibazarview24.com






যুক্তরাষ্ট্রে আবারো ব.ন্দুকধা.রীর গু.লিতে আসিফ ইমরান (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহ.ত হয়েছেন।
টেক্সাস অঙ্গরাজ্যের অরেঞ্জ শহরে লিংক অ্যাভিনিউয়ের ২১০০ ব্লকে শনিবার ভোরে নিজ বাড়ির ড্রাইভওয়েতে দু.র্বৃ.ত্তের এ.লোপা.তাড়ি গু.লিতে নিহ.ত হন তিনি।
সোমবার এ খবর নিশ্চিত করেছেন টেক্সাসের বাসিন্দা নিহত যুবকের আত্মীয় ফেরদৌস বারী।
জানা যায়, শনিবার রাত ৩টা ৩৩ মিনিটে আসিফ নিজেই তার গাড়ি চালিয়ে অরেঞ্জ শহরে বাসার কাছে পৌঁছলে একদল দুর্বৃ.ত্ত তার গাড়ি লক্ষ্য করে গু.লি চালায়। এতে গাড়ির ভেতরেই গু.লিবি.দ্ধ হয়ে মারা যান আসিফ ইমরান।
দু.র্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর গাড়ির ভেতর ও বাইরে থেকে ১৮টি গু.লির খোসা উ.দ্ধার করেছে পুলিশ। আসিফের ম.রদেহ ম.য়নাত.দন্তের জন্য পাঠানো হয়েছে। হ.ত্যায় জড়িতদের ধরিয়ে দিতে পুলিশ এরইমধ্যে পুরস্কার ঘোষণা করেছে।
ইমরানের খালু ফেরদৌস জানান, আসিফ বাংলাদেশের বগুড়া শহরের নারুলী কৃষি ফার্ম এলাকার জাকির হোসেন নয়নের ছেলে। ১১ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে লেখাপড়া শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন।
ফেরদৌস আরো বলেন, আসিফ ইমরানের বিয়ের জন্য পারিবারিকভাবে মেয়ে দেখা হচ্ছিল। কী কারণে আসিফকে গুলি করে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আসিফ ইমরানের ম.রদে.হ সেখানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ম.রদে.হ হস্তান্তর করা হলে সেখানেই দা.ফন করা হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.