Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

কুয়েতে তাজমহলের আদলে দৃষ্টিনন্দন মসজিদ


জিসান মাহমুদ, কুয়েত থেকে

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে অসংখ্য মসজিদের মাঝে সবচেয়ে আকর্ষণীয় সিদ্দিকা ফাতিমা জাহরা মসজিদ। নান্দনিক এই মসজিদটি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটস্থ দাহিয়া আবদুল্লাহ মোবারক শহরে অবস্থিত। দেশটির ব্যস্ততম সড়ক ৭ নম্বর থেকে এই মসজিদটি দেখলে হুবহু তাজমহল মনে হবে।

এটির নির্মাণকাজ শুরু হয় ২০০৮ সালের ফেব্রুয়ারিতে এবং শেষ হয় ২০১১ সালের জুন মাসে। পুরো অঞ্চলটি ৩২০০ বর্গমিটারে বিস্তৃত, এখানে ৪ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। নারীদের জন্য রয়েছে আলাদা সুব্যবস্থা। মসজিদটিতে ২২ মিটার উচ্চতা ও ১৬ মিটার প্রশস্তের একটি গম্বুজ, ৪২ মিটার উচ্চতার ৪টি মিনার আছে।

মিনারগুলি এবং গম্বুজটি পিতলের ক্রিসেন্ট দিয়ে সজ্জিত। ভারতের তাজমহল সাদা হলেও সিদ্দিকা ফাতিমা জাহরা মসজিদটি ইরান থেকে প্রাপ্ত সাদা ও হালকা বাদামী মার্বেলের সংমিশ্রণ। ইরান ও ভারতীয় কারিগররা এতে ডিজাইনের জন্য কাজ করেছিলেন।

এছাড়া মসজিদের কাছে একটি গ্রন্থাগার, পুরুষ-মহিলাদের জন্য পৃথক সম্প্রদায় কেন্দ্র ও একটি দেওয়ানিয়া রয়েছে। একই সাথে এখানে এমন উদ্যান রয়েছে, যেখানে প্রায় ১০০০ গাড়ি রাখা যেতে পারে। শীতাতপ নিয়ন্ত্রিত এই মসজিদটির শৈলীতে তাজমহলের মতো করে নকশা করা হয়েছে।

মসজিদটির একদিকে যেমন সারি সারি দালানকোঠা অন্যদিকে বিস্তৃর্ণ মরুভূমি দ্বারা সজ্জিত। অভ্যন্তরে দেওয়ালগুলি পবিত্র কুরআন থেকে শিলালিপি খোদাই করেছে। যুক্তরাষ্ট্র, চীন এবং সংযুক্ত আরব আমিরাতের মতো অন্যান্য দেশে তাজমহলের অনুলিপি থাকা সত্ত্বেও বলা হয় যে কপিরাইটের সমস্যাগুলি এড়াতে নির্মাতারা কুয়েতে ভারতীয় দূতাবাসের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন।

জানা গেছে, মসজিদটি কুয়েতের প্রাক্তন সংসদ সদস্য হাসান জওহরের মস্তিষ্কে নির্মিত। যিনি এটি নির্মাণের জন্য প্রায় ২.২ মিলিয়ন কুয়েতি দিনার সংগ্রহ করেছিলেন।

দূর থেকে মসজিদটি একটি আকর্ষণীয় স্থানও বটে এবং সন্দেহ নেই যে তাজমহলের একটি অনুলিপি। এটা ধর্মীয় উপাসনালয় হলেও মুসলমানদের সাথে অমুসলিমরাও ছবি তোলার জন্য এখানে থামেন। মসজিদে প্রবেশ করতে দর্শনার্থীদের একাধিক সুরক্ষা চেকের মধ্য দিয়ে যেতে হয়।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.