Beanibazarview24.com






সিলেটে বোরকা পরে এক পুরুষ চু.রি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে পুরুষ চো.রের পরিচয় সনাক্ত করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মে) তাকে আদালতে প্রেরণ করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে নগরীর শুকরিয়া মার্কেটের সামনে বোরকা পরে চু.রি করতে ধরা পড়ে যুবকটি। গ্রেফতারকৃত যুবক গোয়াইনঘাটের গুলনী গ্রামের আইয়ুব আলীর ছেলে আফতাব উদ্দিন (৩৪)।




পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর শুকরিয়া মার্কেটের সামনে ভিড়ের মধ্যে বোরকা পরে নারীর বেশে ওই চো.র কেনাকাটা করতে আসা এক মহিলার ভেনেটি ব্যাগ থেকে টাকা ও মোবাইল চু.রি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ওই মহিলা চো.রকে হাতে-নাতে ধরে ফেলেন। পরে পথচারীরা চো.রকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।




তবে উত্তম-মধ্যমের ফলে চো.র কিছুটা অসুস্থ হয়ে পড়ায় পুলিশ তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ। তিনি বলেন, বোরকা পরে নারীর বেশে পুরুষ চো.র যুবক গোয়াইনঘাটের আফতাব উদ্দিন। সে চু.রি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে।
-সিলেট ভিউ ২৪ ডটকম
Comments are closed, but trackbacks and pingbacks are open.