Beanibazarview24.com






রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারে সিটি করপোরেশনের অভিযানের সময় ছাদ থেকে লা.ফিয়ে পড়ে এক ত.রুণী মা.রা গেছেন এবং আরেক তরুণী গু.রুতর আ.হত হয়েছেন।
নিহ.ত তরুণীর নাম ফারজানা (১৯)। আহ.ত তরুণীর পরিচয় এখনো পাওয়া যায়নি।
বুধবার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ছাদ থেকে পড়ার পর গুরুতর আহ.ত অবস্থায় তাদের দুজনকে সিটি কর্পোরেশনের গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে পুলিশ। কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃ.ত ঘোষণা করেন। গুরুতর আহত অন্যজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহ.ত ফারজানার বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা এলাকায় বলে জানা গেছে।
ফারজানার স্বামী জাহিদ হাসান বলেন, আমাদের বাসা খিলক্ষেত এলাকায়। গুলশানে একটি বিউটি পার্লারে কাজ করে আমার স্ত্রী। সেখানে মোবাইল কোর্টের অভিযান চলছে শুনে ভ.য় পেয়ে সে ছাদ থেকে লাফিয়ে পড়ে।
আপনার স্ত্রী কোন পার্লারে কাজ করতেন জানতে চাইলে তিনি বলেন, আজ প্রথম সে কাজে গেছে, আমি বিষয়টি জানি না।
এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, আমরা যতটুকু জানি, একটি স্পা সেন্টারে সিটি কর্পোরেশনের অ.ভিযান চলছিল। আমরা খবর পেয়ে আহ.ত দুই নারীকে উ.দ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.