Beanibazarview24.com






ফ্রান্সে ট্যাংকলরী চাপায় ফজলুল হক রুমেল (৩৩) নামে এক বাংলাদেশী যুবক নি.হ.ত হবার খবর পাওয়া গেছে। ঘটনাটি মঙ্গলবার স্থানীয় সময় দুপুর প্রায় দুইটায় ফ্রান্সের ১৯ প্যারিস এলাকায় ঘটেছে। রুমেল মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কালিনগর গ্রামের বাসিন্দা আব্দুস সহিদের প্রথম পুত্র।




জানা যায়, রুমেল ২০০৯ সালে স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্য যায়। পরে সেখান থেকে ফ্রান্স পাড়ি দিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে। রুমেল সেখানে ব্যবসা করলেও করোনার তান্ডবে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় উবার-এ কাজ শুরু করে।




ঘটনার সময়ে সে মোটর সাইকেল চালিয়ে যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংকলরী তাকে চাপা দেয়। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃ.ত ঘোষণা করেন।




ব্যক্তি জীবনে রুমেল বিবাহিত এবং ৪ বছর বয়সের এক কন্যা সন্তানের জনক। তার স্ত্রী, সন্তান দেশে অবস্থান করছেন।
নি.হ.ত রুমেলের ছোট ভাই শামসুল হক নিপু বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লা.শ দেশে আনার প্রক্রিয়া চলছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.