Beanibazarview24.com






ঢাকাই সিনেমার একসময়কার জনপ্রিয় চিত্রনায়িকা তামান্না। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘ভণ্ড’ দিয়েই তার জনপ্রিয়তা শুরু হয়। নির্মাণ করেছিলেন শহীদুল ইসলাম খোকন।
এ সিনেমায় জনপ্রিয় নায়ক রুবেলের বিপরীতে অভিষেক হয় সুদর্শনা এই নায়িকার। প্রথম সিনেমা দিয়েই বাজিমাৎ। অল্প দিনের মধ্যেই ঢাকাই সিনেমায় নিজের অবস্থান পাকা করে ফেলেন তিনি।
কিন্তু গত প্রায় এক দশক ধরে আলোচনায় নেই তামান্না। কারণ তিনি এখন সুইডেন প্রবাসী। সিনেমা ছেড়ে সেখানেই স্থায়ী হয়েছেন। বহুদিন পর আবারও দেখা মিলল তার। অন্তর্জালে এমনই কয়েকটি ছবি ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেখা যায় স্বামীকে নিয়ে বেশ খুশি আছেন তিনি। ঘুরে বেড়াচ্ছেন কখনও সমুদ্র সৈকতে, পাহাড়ে, কখনও একদম পরিবারে সঙ্গেই।
এর আগে ২০২১ শুক্রবার (২৬ নভেম্বর) পারিবারিক আয়োজনে সুইডেনে বিয়ে করেন তামান্না। পাত্রের নাম মোহাম্মদ দাইয়া। তিনি ভারতের গুজরাটের মানুষ। তবে থাকেন সুইডেনেই। সুইডেনের স্টকহোম থেকে ঐ বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশের গণমাধ্যমকে বিয়ের খবরটি নিশ্চিত করেছিলেন তামান্না।
প্রসঙ্গত, চিত্রনায়িকা তামান্নাকে সর্বশেষ দেখা গেছে ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘পাগল তোর জন্য’ সিনেমায়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.