Beanibazarview24.com
ঈদে মুক্তি পেয়েছে আদর আজাদ ও বুবলী জুটির ছবি সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’। ছবিটি মুক্তির পর সিনেমা হল কর্তৃপক্ষের কথায় আদর-বুবলীর পর্দা রসায়ন দর্শক সাদরে গ্রহণ করেছে।
ঈদের দিন থেকেই স্টার সিনেপ্লেক্সে ছবিটি ভালো দর্শক পাচ্ছে বলে জানালেন এই সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ।
তিনি বললেন, লোকাল-এর দর্শক আগ্রহে আমরা মুগ্ধ। দর্শকদের যে আগ্রহ দেখছি তাতে আগামী সপ্তাহ থেকে লোকাল পরাণ-এর মতো লেগে যেতে পারে।
মেসবাহ জানান, ঈদের দিন অলমোস্ট হাউস ফুল গেলেও দ্বিতীয় এবং তৃতীয় দিন পুরোপুরি হাউস ফুল গেল সিনেমাটি। নির্দিষ্ট সময়ের আগেই লোকালের টিকিট শেষ হয়ে যায়।
এই ছবিতে আদর আজাদ ও বুবলী এখন দর্শক ভালোবাসার জুটিতে পরিণত হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.