Beanibazarview24.com






ইসলামি প্রতিরোধ আ.ন্দো.ল.ন হা.মা.সকে সমর্থন না করায় জেরুসালেমের ফিলিস্তিনি মুফতি শেখ মোহাম্মদ হোসাইনকে আল-আকসা মসজিদ থেকে ব.হি.ষ্কার করা হয়েছে। খবর জেরুসালেম পোস্ট।




জানা যায়, টানা ১১ দিন অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গা.জা.য় ইসরাইলের আগ্রাসনে নি.হ.তে.র সংখ্যা বে.ড়ে দাঁড়িয়েছে ২৪৮ জনে। এরপর যু.দ্ধ.বি.র.তি.র ঘোষণা এলেও বাড়তে থাকে উ.ত্তে.জ.না। এ বিষয়ে প্রথমে আল-আকসার মুসুল্লিরাই মুখ খোলেন।




পরে ফিলিস্তিন কর্তৃপক্ষ মুফতি শেখ মোহাম্মদ হোসাইনকে ব.হি.ষ্কা.র ঘো.ষ.ণা করেন। শুক্রবার (২১ মে) তাকে তার নির্ধারিত খুতবাও দিতে দেওয়া হয়নি। এটি একটি নজিরবিহীন উদ্যোগ।




শুক্রবার দেখা যায়, মুফতির দে.হ.র.ক্ষী.রা যখন তাকে মসজিদ থেকে সরিয়ে নিচ্ছিলেন, তখন ক্ষু.ব্ধ মুসল্লিরা চিৎ.কা.র করে বলতে থাকেন, ‘আমরা মোহাম্মদ দেইফের লোক। ’
উল্লেখ্য, দেইফ হলেন হামাসের সামরিক শাখা ইজাজউদ্দিন আল-কাসাম ব্রি.গে.ডের সু.প্রিম ক.মা.ন্ডা.র।
Comments are closed, but trackbacks and pingbacks are open.