Beanibazarview24.com






আমেরিকান নারী সেজে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে নারীবেশী কথিত যুবক। দীর্ঘ কয়েক মাস প্রেম করার পর আমেরিকার প্র.লো.ভ.ন দেখিয়ে হাতিয়ে নেয় প্রায় পৌনে ৫ লাখ টাকা।
হঠাৎ করে যোগযোগ বিচ্ছিন্ন হওয়ায় ক্ষ.তি.গ্র.স্ত যুবকের সন্দেহ হলে তিনি গত ২৩ জুলাই বিয়ানীবাজার থানায় সাধারণ ডায়রি করেন। এতে তিনি প্র.তা.র.ণার শি.কার হওয়ার বিষয়টি পুলিশকে জানান।
জানা গেছে, প্রকৃতিগতভাবেই নারীকন্ঠের অধিকারী ইমরান আহমদ (৩২)। আচার-আচরণ ও চালচলনেও রয়েছে মেয়েলি আদল। এই সুযোগটাকে ব্যবহার করে নিজেকে জড়িয়ে নিয়েছেন অপ.রা.ধমূলক বিভিন্ন কর্মকাণ্ডে। যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণী সেজে ওই দেশে নিয়ে যাওয়ার প্র.লো.ভ.ন দেখিয়ে এক যুবকের কাছ থেকে হা.তিয়ে নিয়েছেন প্রায় পৌনে ৫ লাখ টাকা। এরপর হঠাৎ করেই যোগযোগ বিচ্ছিন্ন হওয়ায় ভু.ক্তভো.গী যুবক প্র.তা.রিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন। এরপর থানায় অভিযোগ দায়ের করলে প্র.তা.র.ক যু.বককে গ্রে.প্তা.র করে পুলিশ।
পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তা পুলিশ নিশ্চিত হয় কথিত প্রেমিকা নাজহা আক্তার ছাভা ওরফে ইমরান আহমদ আসলে একজন পুরুষ। সে সিলেট নগরীর শেখঘাট এলাকায় বসবাস করে। ওই এলাকার মৃত ইকবাল আহমদের ছেলে সে।
বুধবার (২৮ জুলাই) বিকেলে বিয়ানীবাজার থানার পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়ে সিলেট কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় নগরীর শেখঘাট এলাকার জিতু মিয়া জমিদার বাড়ির বাসা থেকে রাত ৮টার দিকে তাকে গ্রে.প্তা.র করে।
সাধারণ ডায়রি ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতারক ইমরান আহমদ যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণী সেজে নাজহা আক্তার ছাভা নাম ধারণ করে ভুক্তভোগী যুবক সুলতান আহমদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ফেসবুক থেকে পরিচয়ের পর ব্যক্তিগত মোবাইল নম্বরে উভয়ের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নারীকন্ঠের মাধুর্যতা দিয়ে যুবক সুলতান আহমদকে প্রে.মে.র ফাঁ.দে ফেলে বিকাশের মাধ্যমে টাকা লু.টের প্র.তা.র.ণা শুরু করে প্রতারক ইমরান আহমদ।
ভিকটিম সুলতান আহমদকে বিয়ে করে আমেরিকায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়ে হাতিয়ে নেয় ৪ লাখ ৬০ হাজার টাকা। বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে নেওয়া টাকা আমেরিকায় নেওয়ার প্রক্রিয়ায় ব্যয় হচ্ছে বলে সুলতানকে জানায় ওই প্র.তা.রক। গত ঈদুল আজহার দিনে প্র.তা.র.ক ইমরানের সাথে আলাপকালে সন্দেহ হয় ভিকটিম সুলতান আহমদের। এরপর তিনি গত ২৩ জুলাই বিয়ানীবাজার থানায় সাধারণ ডায়রি করেন।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তাকে গ্রে.প্তা.র করে। এরপর তার বি.রু.দ্ধে প্র.তা.র.ণার অভিযোগ এনে বিয়ানীবাজার থানায় মামলা (১৩/২৯-০৭-২১) দায়ের করে পুলিশ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জে.ল.হা.জতে পাঠায়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, প্র.তা.র.ক ইমরান আহমদ প্রকৃতিগতভাবে নারীকণ্ঠের অধিকারী। যার কারণে সে খুব সহজে ভুক্তভোগী যুবক সুলতানকে প্রে.মে.র ফাঁ.দে ফেলে টাকা হা.তিয়ে নেয়। আমরা ভুক্তভোগী যুবকের সাধারণ ডায়রি ও প্র.তা.রক ইমরানের মোবাইল নম্বরের অবস্থান প্রযুক্তি সহায়তায় নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে সিলেট থেকে গ্রে.প্তা.র করেছি। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্র.তা.র.ণা.র বিষয়টি সে শি.কা.র করেছে।
তিনি আরও জানান, প্র.তা.রক ইমরান আহমদ বিবাহিত, তার স্ত্রী-সন্তানও রয়েছে। এ ঘটনায় ভিকটিম থানায় মামলা দায়ের করেছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.