Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

লন্ডনে বোনের আর্তনাদ : আর যেন কোন বোন তার ভাইকে এভাবে না হারায়


সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নি’র্যাতনে নিহ’ত রায়হান আহমদের যুক্তরাজ্য প্রবাসী বোন রুবা আকতার এক মাত্র ভাইয়ের হ’ত্যার সুষ্ঠু বি’চার চেয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় পূর্ব ভয়েস ফর জা’স্টিস ইউকের ডাকে লন্ডনের আলতাব আলী পার্কে কভিড ১৯ এর কঠোর বিধি নিষে’ধ উপেক্ষা করে শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন।

প্রবীন কমিউনিটি নেতা ও সংগঠনের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে মানবব’ন্ধনে এক সময় অংশনেন নিহ’ত রায়হান আহমদের একমাত্র বোন রুবা আকতার। এসময় তাঁকে ভাইয়ের পোস্টারের ছবি জড়িয়ে অঝোরে কাঁ’দতে দেখা যায়।

সভার শেষ পর্যায়ে রুবা আকতার তার বক্তব্যে তিনি ছি’নতাই’কারীর মত মি’থ্যা অপবা’দেরও নি’ন্দা জানান।

তার অভিযোগ, পুলিশ ধরে নিয়ে নি’র্যাতন করে রায়হানকে হ’ত্যা করেছে। এর প্রমান হিসেবে সিসি টিভি ফুটেজ ও ফোন কলের প্রমান এসেছে বিভিন্ন মিডিয়া। তিনি এপর্যন্ত যারা দেশে বিদেশে তার ভাই হ’ত্যার বিচারের দাবীতে প্রতিবাদ করেছেন, আন্দোলন করেছেন, তাদের সভার প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, আপনারাই এখন আমার আপনজন। আমার ভাইকে হাঁ’রিয়েছি। আর কোন বোন, আর কোন মা, আর কো স্ত্রী, আর কোন সন্তান যেন এভাবে তার স্বজন না হা’রায়। তিনি বলেন, আপনার আ’ন্দোলন করলে আমি আমার ভাইয়ের বিচার পাব।

কমিউনিটি নেতা মোহাম্মদ শফিক খানের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমদ, জাস্টিস ফর রোহিঙ্গা ইউকের ডাইরেক্টর ড: শায়েখ রামজি, সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটন, কমিউনিটি নেতা আলহাজ্ব নুর বকশ, অধ্যাপক আব্দুল কাদের সালেহ, মাওলানা রফিক আহমদ, নিহ’ত রায়হান আহমদের বোন মিসেস রুবা আক্তার, ভগ্নিপতি মফজ্জিল আলী,ভাগিনী মাহিয়া আক্তার, সাংস্কৃতিক কর্মী তাজবির চৌধুরী শিমুল, সাংবাদিক জয়নাল আবেদীন, সাবেক কাউন্সিলার শাহ আলম,অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী, কমিউনিটি নেতা হাজী হাবিব, আব্দুল মুকিত রাজিব, ইকুয়েল রাইটস ইন্টারন্যাশনাল এর চেয়ারমান সাংবাদিক মাহবুব আলী খানসূর, ভাইস চেয়ারম্যান নউশিন মোস্তারী মিয়া সাহেব,রাইহান চৌধুরী, আবু জাফর আব্দুল্লাহ, সাইয়েদ জাকারিয়া, শাহেদ রহমান, বিএনপি নেতা কদর উদ্দিন প্রমুখ ।

সভায় নিহ’ত রায়হান আহমদের পরিবারের সদস্য ছাড়াও বিপুল।সংখ্যক লোক মানব বন্ধনে অংশ নেন। সভায় কান্না জড়িত কন্ঠে মিসেস রুবা আক্তার পুলিশের হাতে নিষ্ঠুরভাবে নিহ’ত ভাইয়ের সুবিচার কামনা করেন। সভায় বক্তারা নিরীহ যুবক রায়হান আহমদকে পুলিশি হেফাজতে পি’টিয়ে নি’র্মমভাবে হ’ত্যার তীব্র ও নি’ন্দা জানানো হয়।

সভায় গৃহীত প্রস্তাবে, অনতিবিলম্বে খু’নী পুলিশ অফিসারদের গ্রে’ফতার করে সুবিচা’রের মাধ্যমে মৃ’ত্যুদ’ণ্ড কা’র্যকর করার দাবী জানানো হয়। অপর এক প্রস্তাবে নিহ’ত রায়হান আহমদের দুই মাসের শিশু ও পরিবারকে ক্ষ’তিপূরণ প্রদা’ন এবং সর’কারের দায়িত্ব নেওয়ার জোর দাবী জানানো হয়। সভায় পুলিশ জনগণের র’ক্ষক হয়েও অ’ন্যায়ভাবে যে সব চাঁ’দাবা’জি, ক্রস ফায়ার ও গণ হয়’রানীমূলক কাজ করছে তার তদন্ত পূর্বক বি’হীত ব্যবস্থা গ্রহণ ও ব’ন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানানো হয়।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.