Beanibazarview24.com






করোনা মহামারিতে ইতালির ভেঙে পড়া অর্থনীতিতে কাজ হারিয়েছেন লাখ লাখ মানুষ। এরমধ্যেই দেশটিতে বৈধ হওয়ার অপেক্ষায় রয়েছেন হাজার হাজার অভিবাসী। যাদের মধ্যে বাংলাদেশির সংখ্যা ১৮ হাজারের বেশি।




লাখো বাংলাদেশির স্বপ্নের ইউরোপ। এরমধ্যে সহজে বৈধতা পাওয়া যায় ইতালিতে। কিন্তু গত একবছর ধরে করোনায় বিপর্যস্ত দেশটির অর্থনীতি। শত প্রতিকূলতার মধ্যেও দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধকরণ ও বিদেশ থেকে স্পন্সরের মাধ্যমে ইতালিতে শ্রমিক নিয়োগ উদ্যোগ খুবই প্রশংসনীয়।




দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৭ হাজারের মতো অভিবাসী বৈধ হওয়ার আবেদন করেছেন। যার মধ্যে বাংলাদেশির সংখ্যা ১৮ হাজার ৩শ’ ২৪ জন।
আবেদনপত্র জমা দেয়ার কয়েক মাস পার হলেও সুখবর মেলেনি। তবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আগামী গ্রীষ্মে অবৈধ অভিবাসীদের ভাগ্য খুলতে পারে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.