Beanibazarview24.com






প্রেমিকাকে কোলে নিয়ে আইনভ.ঙ্গ করে বাইক চালাচ্ছিলেন এক যুবক। এরপরই ওই প্রেমিক-প্রেমিকাকে গ্রে.ফতার করা হয়। শনিবার ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে এ ঘটনা সংঘটিত হয়েছে। ইতোমধ্যে এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।




ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, চলন্ত মোটরসাইকেলে প্রেমিক-প্রেমিকা একে অপরকে জড়িয়ে ধরে আছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ বলেছে, ইতোমধ্যে ওই দু’জনকে গ্রে.ফতার করা হয়েছে।




খবরে বলা হয়েছে, প্রেমিকাকে কোলে নিয়ে প্রেমিকের বাইক চালানোর ওই ভাইরাল ভিডিওটি বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্ট রোডে ধারণ করা হয়েছে। চলন্ত বাইকে তেল ট্যাংকের ওপরে উল্টো হয়ে বসে প্রেমিককে আলিঙ্গন করে আছে প্রেমিকা। ভিডিওতে মেয়েটিকে কলেজ ড্রেস পরে থাকতে দেখা যায়।




ভিডিওটি তৃতীয় কোনো ব্যক্তি ধারণ করেছেন এবং পরবর্তীতে তা নেট দুনিয়ায় ভাইরাল হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা দেখে তৎপর হয় স্থানীয় পুলিশ। এরপরই ওই প্রেমিক-প্রেমিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ।




জানা গেছে যে প্রেমিককে জড়িয়ে ধরে বসে থাকা তরুণীর নাম কে শৈলজা (১৯) এবং প্রেমিকের নাম অজয় কুমার (২২)।
ভারতীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অবহে.লার করে বেপ.রোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে ওই প্রেমিক-প্রেমিকাকে গ্রে.ফতার করা হয়।
সূত্র : টাইমস নাউ
Comments are closed, but trackbacks and pingbacks are open.