Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধ’রপা’কড় চলছে


করোনাভাইরাসের এই মহামা’রির সময়েও যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ব্যাপক ধ’রপা’কড় চলছে। গত এক মাসে প্রায় দুই হাজার নথিপত্রহীন অভিবাসীকে গ্রে’প্তার করেছে মার্কিন অভিবাসন ও শুল্ক বাহিনী (আইস)।

অভিবাসন বিভাগ থেকে জানানো হয়েছে, এসব নথিপত্রহীন লোকজন নানা অপরা’ধের সঙ্গে জড়িত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর অভিবাসনবিরোধী সমর্থকদের চাঙা করতেই এমন গ্রে’প্তার অভিযান চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।

২ সেপ্টেম্বর আইস জানিয়েছে, গত জুলাই ও আগস্টে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ২০টি দেশের দুই হাজারেরও বেশি নথিপত্রহীন অভিবাসীকে গ্রে’প্তার করা হয়েছে। গ্রে’প্তারকৃতদের অধিকাংশই কোনো না কোনো অপ’রাধে অভিযুক্ত।

সংস্থাটি আরও বলছে, গত ১৩ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত যারা গ্রে’প্তার হয়েছেন, তাঁদের মধ্যে ৮৫ শতাংশ অভিবাসীদের বিরু’দ্ধে অপহ’রণ বা ফৌ’জদারি দণ্ড ছিল। এ ছাড়া তাঁদের বিরু’দ্ধে হ’ত্যা, পারিবারিক সহিং’সতা, চাঁ’দাবাজি, ডা’কাতি এবং এমনকি কিশোরী ধ’র্ষণেরও অ’ভিযোগ রয়েছে। এঁদের অধিকাংশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বাস করতেন, যেখানে আইসের ধ’রপা’কড়ে বিধিনি’ষেধ রয়েছে।

আইসের ভারপ্রাপ্ত পরিচালক টনি ফ্যাম এক বিবৃতিতে বলেছেন, ‘এই অভিযান অব্যাহত থাকবে। কিন্তু অভিযান পরিচালনা করা অনেক কঠিন। তবে এসব অপরা’ধীদের গ্রে’প্তার করে আমাদের কমিউনিটিকে সুরক্ষা করতে পেরেছি।’

এদিকে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলসসহ অনেক শহরে কাগজপত্রবিহীন অভিবাসীরা অপ’রাধ করে পার পেয়ে যাচ্ছেন। যদিও অপ’রাধীরা গ্রে’প্তার হওয়ার পর জামিনে বের হয়ে আবারও ধ’র্ষণ ও ডা’কাত গ্যাং’য়ের সঙ্গে জড়িত হয়ে আরও বড় ধরনের অপ’রাধ করছেন।

নিউইয়র্কে ২১ বছর বয়সী ডিনেরি স্টিভেন নামের এক অবৈ’ধ অভিবাসী তরুণ ব’ন্দুক সহিংসতায় জড়িত থাকার অপরাধে চলতি বছরের শুরুর দিকে গ্রে’প্তার হন। পরবর্তীতে ওই যুবক জামিনে বের হন। গত ১৪ আগস্ট গোলাগুলির ঘটনায় জড়িত অভিযোগে আবারও তিনি গ্রে’প্তার হয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছে আইস।

ফক্স নিউজের তথ্য অনুযায়ী, লস অ্যাঞ্জেলসের প্রায় ২৫ হাজারের বেশি অভিবাসীকে আইসের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ২৪টি শহরে গ্রে’প্তার হওয়া অপরাধীদের মধ্যে মেক্সিকো, হন্ডুরাস, এল সালভাদরের অভিবাসী রয়েছেন। তাঁরা ধ’র্ষণ, স্ত্রী ও শিশু নি’র্যাতন, পারিবারিক সহিং’সতা এবং মা’দক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

আইসের তথ্য অনুযায়ী, চলতি বছর ৮৯ হাজার ৩৯৩ জনকে গ্রে’প্তার করা হয়েছে। ২০১৯ সালে যা ছিল এক লাখ ২১ হাজার ৮৬ জন। যার মধ্যে এক হাজার ৯০০ জনের বেশি হ’ত্যা, এক হাজার ৮০০ জন অপহ’রণ, ১২ হাজার জন ধ’র্ষণ ও যৌ’ন অপ’রাধ, ৪৫ হাজার জন সহিংস ঘটনায় জড়িত। আইস বলছে, করোনাভাইরাসের কারণে এই অভিযান ব্যাহত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড গত সপ্তাহে বলেছেন, ‘অবৈধ অভিবাসীদের বিরু’দ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। এই দেশ অবৈধ অভিবাসীদের জন্য নয়। আমাদের শক্তিশালী সীমানা থাকবে এবং আমি তা বহু বছর ধরে বলেছি।’

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.