Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

আজান ও কুরআন প্রতিযোগিতা অনলাইনে : আবেদনের নিয়ম


কাতারভিত্তিক বিশ্ববিখ্যাত ‘Tegan of Light’ আজান ও কুরআন প্রতিযোগিতার আয়োজন করেছে। অনলাইনে আয়োজিত এ প্রতিযোগিতার নবম মৌসুমের জন্য বিশ্বব্যাপী নিবন্ধন কর্যক্রম শুরু হয়েছে। আজান ও কুরআন তেলাওয়াতের অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ সবার জন্য উন্মুক্ত।

যারা অংশগ্রহণ করতে পারবে
৭ থেকে ১৩ বছরের ছেলে ও মেয়ে শিশুরা এ অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আগামী ২০ ফ্রেব্রুয়ারির মধ্যে [email protected] ই-মেইলে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

অনলাইনে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের যোগ্যতা ও প্রয়োজনীয় তথ্য
> বয়স : ৭ থেকে ১৩ বছরের ভেতরে হতে হবে।
> নাম : তিন শব্দ বিশিষ্ট হতে হবে।
> তেলাওয়াতের ভিডিও : ২ থেকে ৪ মিনিটের মধ্যে হতে হবে।
> তেলাওয়াতের ধরন : তেলাওয়াতের মধ্যে কোনো ধরনের ইকো বা কোনো প্রযুক্তি ব্যবহার করা যাবে না।
> ভিডিওর শুরু : তেলাওয়াতের রেকর্ডিং করার শুরুতে নিজের নাম বলে নিতে হবে।
> প্রতিযোগিতা : একজন প্রতিযোগী আজান ও তেলাওয়াত উভয়টিতেই অংশগ্রহণ করতে পারবে। তবে এক্ষেত্রে আলাদা আলাদা ভিডিও জমা দিতে হবে।

যা জমা দিতে হবে-
> প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছেলে/মেয়ের নাম।
> অংশগ্রহণকারী বয়স।
> প্রতিযোগীর জন্মতারিখ ও জন্ম সাল।
> নাগরিকত্ব এবং বাসস্থানের স্থান উল্লেখপূর্বক প্রমাণপত্র।
> নিজের মোবাইল নাম্বার (যদি থাকে)।
> অভিভাবকের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার।

জমা দেয়ার ঠিকানা
উল্লেখিত প্রমাণপত্র, প্রয়োজনীয় কাগজ এবং আজান ও কুরআন তেলাওয়াতের ভিডিও ই-মেইল আইডি- [email protected] এ জমা দিতে হবে।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.