Beanibazarview24.com






সিলেটের কুশিয়ারা নদীতে চার মণ ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। মঙ্গলবার দুপুরে মাছটি বিক্রির জন্য সিলেট নগরীর লালবাজারে তুলেন মৎস্য ব্যবসায়ী আনোয়ার হোসেন।
এদিন সকালে কুশিয়ারা নদীর জকিগঞ্জ এলাকায় জেলের জালে ধরা পড়ে চার মন ওজনের বাঘাইড় মাছ।
সেখান থেকে কিনে নিয়ে আসেন ব্যবসায়ী আনোয়ার। মাছটি দেখার জন্য অনেকেই বাজারে ভিড় করেন।
মৎস্য ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, এত দাম দিয়ে আস্ত মাছটি কেউ কিনবে না। ফলে কেটে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মাছটি কেটে কেজি দরে বিক্রি করব। আশা করি, দুই হাজার টাকা কেজি ধরে মাছটি বিক্রি করতে পারবো।
এর আগে ২০২১ ও ২০২২ সালে কুশিয়ারা নদীর জকিগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকায় অন্তত চারটি বাঘাইড় মাছ ধরা পড়ে। যার ওজন ১০০ কেজি থেকে ১৫০ কেজি ওজনের।
ব্যবসায়ীরা জানান, প্রতি বছরই এক থেকে দুইটি বাঘাইড় মাছ কুশিয়ারা নদীতে ধরা পড়ে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.