Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

দ. আফ্রিকায় সব হারিয়ে প্রতিবেশীর আশ্রয়ে বাংলাদেশি ব্যবসায়ী


দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশের লেডিস্মীথ এলাকায় মলের পর সবচেয়ে বড় দোকানটি ছিল বাংলাদেশি লুৎফর রহমানের। সেই দোকানে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় বি.ক্ষো.ভকা.রীরা লু.টপা.টের পরে অ.গ্নিসং.যোগ করে।

দোকান ও থাকার বাসস্থান হারিয়ে তিনিসহ তার প্রতিষ্ঠানের ছয়জনের দলটি অন্য একজন বাংলাদেশির আশ্রয়ে থাকছেন।

সোমবারের ঘটনার পর .আ.হ.ত লুৎফর রহমান ও তার লুটপাট হওয়া দোকানের ছবি দক্ষিণ আফ্রিকার এশিয়ানদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজগুলোতে ভাইরাল হয়ে যায়।

এর সূত্র ধরে লুৎফর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘সেদিন সকাল থেকে পার্শ্ববর্তী সড়কে বি.ক্ষো.ভকা.রীদের দৌড়াদৌড়ি দেখে দোকান বন্ধ করার জন্য মনস্থির করি। এর মধ্যেই স্থানীয় লোকজন যারা আমাদের নিয়মিত কাস্টমার ছিল, তারা এসে সাহস যোগাতে থাকে। তারা বলে, রাত-দিন আমার দোকান তারা পাহারা দেবে।’

‘এরপর সন্ধ্যা সাতটার সময় কিছু যুবক এসে দোকানের সামনে জড়ো হতে থাকে। এরপর আমরা দোকান বন্ধ করে দিই। তবে তারপরও বি.ক্ষো.ভকা.রীরা দোকানের মেইন গেট ভে.ঙে সেখানে লুটপাট করে। এরপর তা জ্বালিয়ে দেয়।’

‘এ সময় জীবন রক্ষা করতে পালাতে গিয়ে অন্ধ.কারে আমি এবং আমার বড় ভাইসহ বেশ কয়েকজন আ.হ.ত হয়েছে। স্থানীয় পুলিশ স্টেশন ও প্রাইভেট সিকিউরিটি সংস্থার কাছে কয়েকবার ফোন করে ঘটনা উল্লেখ করে সহযোগিতা চাইলেও তারা এগিয়ে আসতে পারেনি। কারণ প্রধান সড়ক বি.ক্ষো.ভকারীরা আগেই আ.ট.কে দিয়েছিল।’

বাংলাদেশি প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা দামের দোকানটা লু.ট.পাট শেষে তারা অগ্নি.সং.যোগ করে। আমার দুইটি গাড়ির মধ্যে একটি পুড়িয়ে দিয়েছে। বড় গাড়িটা নিয়ে গেছে। সে রাতে পুরোটা সময় খোলা আকাশের নিচে ছিলাম। পরে প্রাথমিক চিকিৎসা শেষে এক প্রতিবেশীর বাসায় আশ্রয় নিয়েছি।

আদালত অবমাননার দায়ে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা (৭৯) কা.রাগারে যাওয়ার ঘটনায় বি.ক্ষু.ব্ধ হয়ে উঠেছেন তার অনুসারীরা।

গত কয়েকদিনের রাজপথে ধ্বং.সাত্মক কর্মকাণ্ডে জড়িত সন্দে.হে তাদের মধ্যে ১২০০ জনকে গ্রে.ফ.তার করেছে দেশটির পুলিশ। পরিস্থিতি নিয়.ন্ত্রণে আনতে পুলিশ ও প্রাইভেট নিরাপত্তা সংস্থার গু.লিতে মা.রা গেছে ক.মপক্ষে ৯০ জন।

শুরুতে আন্দোলন কোয়াজুলু নাটাল প্রদেশে সীমাবদ্ধ ছিল। কিন্তু তা শনিবার (১০ জুলাই) মধ্যরাত থেকে ফ্রি স্টেট ও ঘাউটেং প্রদেশে ছড়িয়ে পড়ে। জোহানেসবার্গ শহরসহ পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে ধ্বংসা.ত্ম.ক কর্ম.কাণ্ড।

এ ঘটনায় শনিবার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত আলেকজান্ডার, জোহানেসবার্গ সিটি, জেপিস টাউনের, জার্মিস্টন, পিটারমেরিজবার্গ, ফোর্ডসবার্গ, ডেবিটন, একটনভিলে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক লু.ট.পা.ট চালিয়েছে আ.ন্দো.লনকারীরা। কোনো কোনো এলাকায় নিরাপত্তা সংস্থার তৎপরতার পরও লু.টপা.ট থেকে ব্যবসা প্রতিষ্ঠান নি.রাপদ রাখা সম্ভব হয়নি।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.