Beanibazarview24.com






সৌদি আরবে সড়ক দুর্ঘ’টনায় সাইফুল ইস’লাম রেজা নামে এক বাংলাদেশি প্রবাসী মা’রা গেছেন।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সড়ক দুর্ঘ’টনায় বাংলাদেশি প্রবাসী সাইফুল ইস’লাম রেজা (৩৪) নামে এক যুবক মা’রা গেছেন। তার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জে’লার নাসিরনগর উপজে’লার পূর্বভাগ ইউনিয়নের ভূবন গ্রামে।
গতকাল বুধবার (৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে সৌদি আরবের নারিয়া নামক স্থানে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘ’টনা ঘটে। সাইফুল ইস’লাম কোরানে হাফেজ ও সৌদি আরবে একটি ম’সজিদে মোয়াজ্জেম হিসেবে চাকরি করতেন। তার দুই সন্তান ও এক কন্যা সন্তান রয়েছে।
নি’হতের ফুফাত ভাই, নাসিরনগর সদরের বাসিন্দা শরিফুজ্জামান চৌধুরী সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৬ বছর আগে তার ফুফাতো ভাই সাইফুল ইস’লাম রেজা সৌদি আরবে যান। সৌদি আরবে সে ও তার ছোট ভাই বসবাস করতেন। গত কিছু দিন আগে তার মা, বোন ও তার ছোট ভাইয়ের স্ত্রী’ সৌদি আরবে ওম’রাহ হ’জ করতে যান।
বৃহস্পতিবার তাদের ওম’রাহ হ’জ পালনের কথা ছিল। কিন্তু সৌদি আরবের দাম্মাম থেকে গাড়ি চালিয়ে বাসায় তার মা বোনের কাছে ফিরছিলেন। ফেরার সময় ম’রুভূমির নারিয়া এলাকা নামক স্থানে তার পরিচালিত মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পু’লিশ এসে তাকে আশ’ঙ্কাজনক অবস্থায় উ’দ্ধার করে স্থানীয় হাসপাতা’লে নেওয়ার পথে তিনি মা’রা যান।
পরিবারের সদস্যরা কল করলে জানতে পারেন সাইফুল ইস’লাম রেজা সড়ক দুর্ঘ’টনা মা’রা গেছেন। নি’হত সাইফুল ইস’লাম ছাড়াও তার দুই ভাই ও তিন বোন রয়েছে। সে নাসিরনগর কোরআন ও সুন্নাহ ফাউন্ডেশনের সভাপতি ছিলেন। পরিবারের সবাই সৌদি আরবে অবস্থান করায় লা’শ সেখানেই দাফন করা হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.