Beanibazarview24.com






অস্ট্রেলিয়ায় ক্যানসারে বাংলাদেশি চিকিৎসক ডা. সাবির মঞ্জুর খান মা.রা গেছেন। মঙ্গলবার (২৫ মে) সিডনির ক্যাম্বেলটাউন হাসাপাতালে স্থানীয় সময় সাড়ে এগারোটার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে নারিলেন কবরস্থানে তার জানাজার নামাজ সম্পন্ন হয়।
জানা গেছে, ডা. সাবির মঞ্জুর সিডনির ব্লোয়ার এথলের বাসিন্দা ছিলেন। দীর্ঘ চার বছর ধরে কোলন ক্যানসারকে মোকাবেলা করার চেষ্টা করছিলেন তিনি। তবে, ক্যানসার চতুর্থ পর্যায়ে চলে গেলে আর বাঁচানো সম্ভব হয়নি তাকে।
ডা. সাবির মঞ্জুর খান রংপুর মেডিকেল কলেজে থেকে মেডিসিন নিয়ে পড়াশুনা করেন। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার সন্তান। মৃ.ত্যু.কা.লে তার বয়স হয়েছিল প্রায় ৫৮ বছর। ডা. সাবিরের মৃ.ত্যু.তে বাংলাদেশি কমিউনিটিতে শো.কে.র ছা.য়া নেমে এসেছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.