Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

গ্রিসে ছি.নতাইকারীদের টা.র্গেটে বাংলাদেশিরা


প্রাচীন সভ্যতার দেশ গ্রিস অ’ভিবাসীদের জন্য দিন দিন অনিরাপদ হয়ে উঠছে। রাজধানীসহ বিভিন্ন জায়গায় প্রতিনিয়তই নি’র্যা’তনের শিকার হচ্ছেন বাংলাদেশিরা। হা’মলা, চু’রি-ডা’কাতি এমনকি খু’নের ঘটনাও ঘটছে। হাসপাতা’লের শয্যায় ব্যথায় কাতরাচ্ছেন ছিনতাইয়ের শিকার প্রবাসীরা। দেখার যেন কেউ নেই!

এথেন্সের একটি রেস্তোরাঁয় কাজ করেন আবুল কালাম (ছদ্মনাম)। কাজ শেষ রাতে বাসায় ফেরার পথে সম্প্রতি ছিনতাইকারীদের কবলে পড়েন। হা’মলা করে সেদিন তার সব কিছু ছিনিয়ে নিয়ে প্রচুর মা’রধর করেন। তিনি কোনো প্রকার আইনি অ’ভিযোগ বা পু’লিশের সহযোগিতা নিতে পারছে না কারণ তিনি এখানে অ’বৈধ হিসেবে আছেন।

রোজার আগে রাজধানীর পর্যটন কেন্দ্র ‘সিন্দাগমায়’ অ’জ্ঞাত হা’মলাকারীদের হাতে আ’হত হয়েছেন নারায়ণগঞ্জবাসী কা’ম’রুল। তিনি এক মাসেরও বেশি সময় হাসপাতাল অ’জ্ঞান অবস্থায় চিকিৎসা নিয়েছেন। এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। মনে করতে পারছেন না তার সঙ্গে কি ঘটেছিল। একই বাসায় থাকা মেস মেম্বারদের সহায়তায় অনেক খোঁজাখুঁজির পর অচেতন অবস্থায় হাসপাতা’লের বিছানায় তাকে পাওয়া যায়।

ঈদের দিন সকাল নয়টায় নামাজ শেষে এক পা’কিস্তানি নাগরিক পায়জামা-পাঞ্জাবি পরে রাস্তায় বের হয়েছিলেন আর এমন সময় বর্ণবাদী এক ট্যাক্সি ড্রাইভা’র তাকে লক্ষ্য করে মা’থায় গু’লি করে। যদিও পরবর্তীতে পা’কিস্তানি কমিউনিটি নেতাদের তৎপরতায় ট্যাক্সি ড্রাইভা’রকে পু’লিশ গ্রে’প্তার করেছেন।

একজন পা’কিস্তানিকে হা’মলার চব্বিশ ঘণ্টার মধ্যে বর্ণবাদী গ্রিক নাগরিক অ’প’রাধীকে শনাক্ত করে পু’লিশ গ্রে’প্তার করছে। আর প্রতিদিন বাংলাদেশিদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অদৃশ্য কারণে রাস্তায় পড়ে পড়ে কাতরাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় অসহায়ত্বের আদলে জন্ম নেওয়া বাঙালি জাতি ভীতু আর নির্বাক। হা’মলার শিকার অধিকাংশ প্রবাসীরাই অনিয়মিত হওয়ায় পু’লিশি মা’মলা-মোকদ্দমায় যেতে চান না।

বৈধ কোনো কাগজপত্র না থাকাতে দূতাবাসের সহায়তাও পাচ্ছেন না। প্রতিনিয়তই ঘটছে এ রকম ঘটনা। ছিনতাইকারীরা বাংলাদেশিদের টার্গেট করে রাতের বেলা এমনকি দিনে দুপুরেও নির্জন স্থানে একা পেয়ে হা’মলা করে। ছিনিয়ে নেয় সর্বস্ব।

এ বিষয়ে বাংলাদেশ কমিউনিটি ও দূতাবাস জানান, কেউ যদি লিখিতভাবে অ’ভিযোগ নিয়ে আসে তাহলে অবশ্যই হা’মলাকারীদের বি’রুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এরই মধ্যে গত শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে এথেন্সের ভিক্টোরিয়া ও লিসিয়ন রোড সংলগ্ন এলাকার একজন বাংলাদেশি ব্যবসায়ী দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে চার-পাঁচজন জন আ’ফগা’নি ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুতর আ’হত হয়েছেন। তাকে অ’স্ত্রের মুখে জি’ম্মি করে তারা মোবাইল, টাকা পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতে চায় কিন্তু ব্যবসায়ী কোনো কিছু দিতে রাজি না হওয়ায় ছিনতাইকারীরা ছু’রিকাঘাত করে।

এলোপাতাড়ি পি’টিয়ে মা’রাত্মক জ’খম করে সবকিছু নিয়ে রাস্তায় ফেলে চলে যায়। আ’হতের নাম ইকবাল হোসেন বলে জানা গেছে। তিনি এখন এথেন্সের একটি হাসপাতা’লে চিকিৎসাধীন। ছিনতাইকারীরা মুখোশ পরা ছিল।

এথেন্স শহরে এই মুহূর্তে বাংলাদেশি নাগরিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রায় প্রতিদিন একাধিক বাংলাদেশি ব্যক্তি ছিনতাইকারীদের হাতে আ’হত হয়ে মোবাইল, টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী হারাচ্ছেন। ছিনতাইয়ের শিকার হয়ে আট থেকে দশজন বাংলাদেশি বর্তমানে বিভিন্ন হাসপাতা’লে চিকিৎসাধীন। এর আগে একাধিক বাংলাদেশি খু’নের শিকারও হয়েছেন। চলাফেরায় সতর্ক হওয়াসহ নির্জন পরিবেশ এড়িয়ে চলার পরাম’র্শ সংশ্লিষ্ট মহলের।
সৌজন্যঃ জাগোনিউজ

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.