Beanibazarview24.com






ঢাকাই সিনেমার সুদর্শন নায়ক বাপ্পি চৌধুরী। হঠাৎ ঢাকার সড়কে রিকশা চালাতে দেখা যাচ্ছে তাকে। কোনো শুটিং নয়, বাস্তবেই রিকশা চালিয়েছেন তিনি। এমন চিত্র দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। কিন্তু কেন রিকশা চালিয়েছেন, সেটি নিজেই জানিয়েছেন এ নায়ক।




সোশ্যাল মিডিয়ায় রিকশার চালকের আসনে বসে তোলা ছবি পোস্ট করে বাপ্পি লিখেছেন, ‘কিছুদিন আগেই একজন পরিচালক আমাকে বলেছিল, বাপ্পি তোমার সিনেমার দর্শক রিকশাচালক, গার্মেন্টসকর্মী, নিম্ন-শ্রেণির। আমাদের সঙ্গে কাজ করতে হলে তোমাকে আরও আপার গ্রেড হতে হবে। কিন্তু এই নিম্ন-শ্রেণির মানুষগুলোই আমাকে ভালোবাসা দিয়েছে, তারাই আমাকে বাপ্পি চৌধুরী বানিয়েছে।




অনুরাগীদের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি আরও লেখেন, আমি আমার হৃদয়ের অন্তস্থল থেকে রিকশাচালক, গার্মেন্টসকর্মী ও নিম্ন-শ্রেণির মানুষদের প্রতি গভীর ভালোবাসা জানাচ্ছি। একদিন আমাকে নিয়ে সত্যিই গর্ব করবে।
বাপ্পির সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হচ্ছে।
নেটিজেনদের একজন লিখেছেন, একজন মানুষের কতটুকু মন-মানসিকতা ভালো হতে পারে, তা বুঝিয়ে দিয়েছে আমার ভাই। শ্রদ্ধেয় বড় ভাইয়ের জন্য সবসময় শুভকামনা রইল।
আরেকজন লিখেছেন, নিম্নবিত্ত, উচ্চবিত্ত সকলের ভালোবাসায় তুমি একজন সফল নায়ক। তারপরও এসব কথার সম্মুখীন হতে হচ্ছে, তাহলে আমাদের কথা একটু ভাবো। কোনো কথা নয়, কাজেই জবাব দিয়ে যাও। শুভকামনা রইল।
অন্যজন লেখেন, এই ভালোবাসা থাকবে সারাজীবন। মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাব বাপ্পি ভাইয়াকে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.