Beanibazarview24.com
বেশ কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজটি সম্প্রচারে আগ্রহী দেখায়নি কোনো টিভি চ্যানেল। এর আগেও বেশ কয়েকটি সিরিজে সম্প্রচার প্রতিষ্ঠান পেতে বেগ পেতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। দীর্ঘদিন ধরেই নিজস্ব টিভি চ্যানেল আনার পরিকল্পনার কথা জানিয়েছিল বিসিবি। সোমবার (১২ জুন) অষ্টম বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘বিসিবি টিভি’ নামে নিজস্ব টিভি আনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিভি চ্যানেলের অনুমোদন পাওয়া প্রসঙ্গে পাপন বলেন, ‘আমরা ঠিক করেছি, ‘বিসিবি টিভি’র জন্য আবেদন করবো। আজকে সভায় সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিজেরাই টিভির জন্য আবেদন করব। আমরা ইনশাআল্লাহ্ এটা পেয়ে যাব। টিভির অনুমোদন পেয়ে গেলে খেলা দেখানোর জন্য কারও অপেক্ষা করতে হবে না। শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়, আমাদের টিভি থাকলে ঘরোয়া ম্যাচগুলোও আমরা দেখাতে পারব।’
আরও পড়ুন: বিশ্বকাপকে সামনে রেখে পিসিবির নতুন পরিকল্পনায় বাংলাদেশসহ চার দেশ
তিনি আরও বলেন, ‘আমরা দেখছি যে, যে সমস্ত খেলাগুলো দেখায়- শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা; ওদের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর খেলা দেখাচ্ছে। কিন্তু আমাদের খেলা দেখানোতে কোনো আগ্রহ নেই। আমাদের কাছে মনে হয়েছে এভাবে বসে থাকা যায় না।’
Comments are closed, but trackbacks and pingbacks are open.