Beanibazarview24.com






র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘা.তে.র পর অবশেষে জেরুজালেমে তারাবি নামাজ পড়ার অনুমতি পেল সেখানকার বাসিন্দারা। বি.ক্ষো.ভের মুখে রোববার (২৫ এপ্রিল) দামেস্ক গেট থেকে সব ধরনের বাধা সরিয়ে নেয় ইসরায়েলি কর্তৃপক্ষ।




জানা গেছে, তারাবি নামাজ পড়ার জন্য গত দুই সপ্তাহ স্থানটিতে বি.ক্ষো.ভ করছিল মুসল্লিরা। বিভিন্ন ইসলামি নেতারাও স্থানটি খুলে দেওয়ার আহ্বান জানায়। এরপর নামাজের জন্য স্থানটি উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন জেরুজালেমের পুলিশ কমিশনার।




এ ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন মুসলিমরা। রমজান মাসে তারাবি আদায়ে পূর্ব জেরুজালেমের সবচেয়ে জনপ্রিয় এলাকা এটি। তবে শুরু থেকেই এতে বাধা সৃষ্টি করছে ইহুদি জনগোষ্ঠী।




নামাজ আদায় করতে না দেওয়ায় গত তিন দিন বি.ক্ষো.ভে উত্তাল ছিল এলাকাটি। বি.ক্ষো.ভ ছড়ায় পশ্চিম তীরসহ অন্যান্য শহরেও। র.ণ.ক্ষে.ত্রে পরিণত হয় জেরুজালেমের দামেস্ক গেট এলাকা।
সূত্র: ডয়েচে ভেলে
Comments are closed, but trackbacks and pingbacks are open.