Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

গোলাপগঞ্জে নৌকার প্রার্থী বিজয়ী

আজ বুধবার (১৫ জুন) সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী- একমাত্র প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শফিক উদ্দিনকে (ঘোড়া) ভোটযুদ্ধে হারিয়ে নৌকা প্রতীক নিযে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুর শাফি চৌধুরী এলিম।

জানা গেছে, উপজেলার ২নং রনকেলী সরকারি পাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৭৯৫ ও ঘোড়া ৮৭, এমসি একাডেমী কেন্দ্রে নৌকা ৪৩৬ ও ঘোড়া-১৬৮, চৌঘরী গোয়াসপুর সরকারি পাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২৯১ ও ঘোড়া ১৩১, ১নং রনকেলী পাথামিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৮৪ ও ঘোড়া-৩৩, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২১৯ ও ঘোড়া ১৮৯, বারকোট মাদাসা কেন্দ্রে নৌকা ২০৪ ও ঘোড়া ২৮১, খর্দাপাড়া সরকারি পাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৪১৩ ও ঘোড়া ৪৯, রাণাপিং আদর্শ উচ্চবিদ্যালয় স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নৌকা ২০৫ ও ঘোড়া ১২০, সুন্দিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৪৬ ও ঘোড়া ৭২, খলাগ্রাম শেরপুর সরকারি পাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৮৭৩ ও ঘোড়া ৯১, করগাঁও সরকারি পাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৯৯ ও ঘোড়া ৯৮, আমনিয়া-২ সরকারি পাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩১০ ও ঘোড়া ৫৯, ফুলবাড়ি সরকারি পাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১১৫১ ও ঘোড়া ৭১, গোলাপগঞ্জ ঘোষগাঁও মাদাসা ইসলামিয়া কেন্দ্রে নৌকা ১৫৫ ও ঘোড়া ৮১, হাজি জছির আলী সরকারি পাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৫৮ ও ঘোড়া ২১৪, ফাজিলপুর-১ সরকারি পাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৬৪০ ও ঘোড়া ১৫৩, কানিশাইল সরকারি পাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৩৭ ও ঘোড়া ১১৭২, দড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৫১৯ ও ঘোড়া ৪০, ১নং ফুলশাইন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২৯৯ ও ঘোড়া ৫০ এবং নাছির উদ্দীন উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে নৌকা ১৬৫ ও ঘোড়া ৭৩।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.