Beanibazarview24.com






লকডাউনের মাঝে কাজ হারিয়ে সবজি বিক্রেতা হয়ে উঠেছেন ভারতের এক অভিনেতা। জাভেদ হায়দার নামের ওই অভিনেতার এমন কাজকে হৃদয় বিদারক হিসেবে বর্ণনা করেছেন কেউ কেউ।
গুলাম, লাইফ কি অ্যায়সি কি ত্যায়সি-র মতো বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন জাভেদ। এছাড়া জিনি অউর জুজু, বাবর-এর মতো জনপ্রিয় ধারাবাহিকেও করেছেন অভিনয়। কিন্তু সম্প্রতি বিগ বসের প্রাক্তন প্রতিযোগী ডলি বিন্দ্রার শেয়ার করা এক ভিডিওতে তাকেই দেখা গেল সবজি বিক্রয় করতে।
ভিডিওতে দেখা যায়, অভিনেতা জাভেদ হায়দার রাস্তার উপর দাঁড়িয়ে গান গাইতে গাইতে সবজি বিক্রি করছেন।
ডলি বিন্দ্রা জানান, ছোট থেকে শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন জাভেদ হায়দর। এরপর বিভিন্ন ছবি এবং ধারাবাহিকে অভিনয় করেন। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হতেই লকডাউনের জেরে কাজ হারিয়ে জাভেদ যেভাবে রাস্তায় দাঁড়িয়ে সবজি বিক্রি করছেন, সেই ছবি হৃদয় বিদারক।
সূত্র :জিনিউজ
Comments are closed, but trackbacks and pingbacks are open.