Beanibazarview24.com






মুম্বাইয়ের কালিয়া বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হয়েছেন হবু কনে কিয়ারা আদভানি। শনিবার সকালে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে সপরিবারে রাজস্থানের জয়সালমির যাওয়ার পথে বিমানবন্দরে পাপারাজ্জিদের হাত নেড়েছেন অভিনেত্রী।




কিয়ারা পরেছিলেন সাদা বডিকন পোশাক। সাথে ছিল উজ্জ্বল গোলাপি শাল আর একটি সোনালী রঙের ব্যাগ। এসময়ে হাসিখুশি ছিলেন কিয়ারা। পাপারাজ্জিদের সঙ্গেও করেছেন আন্তরিক ব্যবহার। তবে কিয়ারার সঙ্গে সিদ্ধার্থকে দেখা যায়নি।




জানা গেছে, জয়সালমিরের সূর্যগড় প্যালেসে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন সিদ্ধার্থ-কিয়ারা। শহীদ কাপুর, মিরা রাজপুত, করণ জোহর, মনিষ মালহোত্রা সহও অন্তত ১০০ জন অতিথি থাকবেন বিয়েতে। ফেব্রুয়ারির ৪ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত চলবে আচার-অনুষ্ঠান।




নিজেদের সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেননি সিদ্ধার্থ-কিয়ারা। তবে কফি উইথ করণের সাম্প্রতিক সিজনে কিয়ারা বলেছেন তিনি এবং সিদ্ধার্থ ‘বন্ধুর চেয়েও বেশি।’
২০২১ সালে ‘শেরশাহ’ ছবির শুটিং-এর সময় থেকে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। অবশেষে চার হাত এক হচ্ছে এই যুগলের।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Comments are closed, but trackbacks and pingbacks are open.