Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

লন্ডনে বোনের ঘরের সামনে প্রা’ণ গেল ভাই সিলেটি কবির উদ্দিনের


বৃহস্পতিবার বাদ জোহর ৪৪ বছর বয়স্ক একজন পুরুষের জানাজা পড়লাম। তিনি তাঁর স্ত্রী’-সন্তানকে নিয়ে পূর্ব লন্ডনে তাঁর ছোট বোনের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। বোনের বাড়ির সম্মুখে পৌঁছে স্ত্রী’-সন্তানদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলেন, “তোম’রা ঘরে যাও। আমি গাড়ি পার্ক করে আসছি”।

স্বামীর কথামতো সন্তানদেরকে নিয়ে ঘরে চলে গেলেন স্ত্রী’। কিন্তু দেখলেন, অনেক্ষণ পেরিয়ে গেলেও স্বামী আসছেন না । স্ত্রী’ কিছুটা উদ্বিগ্ন হয়ে ঘর থেকে বেরিয়ে গাড়ির কাছে এলেন। দেখলেন, গাড়ির দরজা চারদিক থেকে বন্ধ । স্বামী গাড়ির স্টিয়ারিংয়ের ওপর মুখগুজে পড়ে আছেন । দ্রুত ড্রাইভিং সীটের দরজা খুলে স্বামীর গায়ে হাত রাখলেন। কিন্তু কোনো নড়াচড়া নেই। তাঁর দেহ নিথর-নিস্তব্ধ । তাড়াতাড়ি ৯৯৯ নাম্বারে কল করলেন। অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিয়ে গেলো। হাসপাতাল পৌঁছার পর জানতে পেলেন তাঁর স্বামী আর নেই। ”

কথাগুলো বলছিলেন ইস্ট লন্ডন ম’সজিদের প্রধান ই’মাম শায়খ আব্দুল কাইয়ুম। শুক্রবার (২০ আগস্ট) জুমা’র খুবতার শুরুতেই তিনি এই করুণ ঘটনাটির বর্ণনা দেন । তিনি যখন জুমা’র খুতবা দিচ্ছিলেন তখন ম’সজিদের মেহরাবের সম্মুখের ছোট রুমটিতে কফিনবন্দী তিনটি ম’রদেহ জানাজার জন্য অ’পেক্ষমান ছিলো ।

ই’মাম আব্দুল কাইয়ূম বললেন, এই যে তিনজনের লা’শ জানাজার জন্য অ’পেক্ষমান রয়েছে তারা আজ শুক্রবারের জুমা’র নামাজ পড়ার সুযোগ পেলেন না। আমাদের কার ডাক কোন সময়, কোন অবস্থায় এসে পড়ে জানি না। যেকোনো সময়, যে কোনো মুহুর্তে ডাক পড়তে পারে। নিঃশ্বা’স বেরিয়ে গেলে আমাদের আর কোনো আমল করার সুযোগ থাকবে না।

তিনি বলেন, আম’রা প্রতিদিনই প্রস্তুতি নিই । বলি- কাল থেকে, আগামী সপ্তাহ থেকে, কিংবা আগামী মাস থেকে নিয়মিত নামাজ-কালাম পড়তে শুরু করবো । দুনিয়াবী ব্যস্ততা ছেড়ে দিয়ে আল্লাহ পথে নিবেদিত হয়ে যাবো । কিন্তু আজ কাল পরশু করে দিনের পর দিন চলে যায় আম’রা আর আল্লাহর পথে নিবেদিত হতে পারি না। এভাবে একদিন হঠাৎ মৃ’ত্যুদূত এসে হাজির হয়ে যান । একবার যখন তিনি চলে আসেন তখন তাঁর হাত থেকে বাঁ’চার কোনো সুযোগ থাকে না।

তিনি বলেন, পরকালে যখন পাপিরা জাহান্নামের আ’গুনে জ্বলতে থাকবে তখন আল্লাহ তায়ালার কাছে আরজ করে বলবে হে আল্লাহ, আম’রা এভাবে শা’স্তি হবে বুঝতে পারিনি। আমাদেরকে আরো একটিবারের জন্য দুনিয়ার জীবনে যাওয়ার সুযোগ দিন। আম’রা সুন্দর আমল করে আসবো। বিনিময়ে আপনি আমাদের জান্নাত দিয়ে দেবেন।

জবাবে আল্লাহ তায়ালা বলবেন, আমি যে জীবন দিয়েছিলাম তা কি ভালো আমল করার জন্য যথেষ্ট ছিলো না? আমি কি আমা’র রাসুলদের পাঠিয়ে তোমাদেরকে আখেরাতের শা’স্তির কথা জানিয়ে দিইনি?

জুমা’র নামাজ শেষে ম’রহু’ম ব্যক্তিটির নাম-পরিচয় জানতে কৌতুহলী হয়ে ওঠলাম । জানতে পারলাম ম’রহু’মের নাম মোঃ কবির উদ্দিন। তিনি কন্টিনেন্টাল ফুড সা’প্লাই নামক একটি কোম্পানীর ডাইরেক্টর ছিলেন। রেস্টুরেন্ট ও বিভিন্ন ক্যাটারিং কোম্পানীকে গ্রোসারী সামগ্রী সরবরাহ করতেন । সোমবার (১৬ আগস্ট) দিনের বেলা অফিস করেন। বিকেলে স্ত্রী’ সন্তানদের নিয়ে বোনের বাড়িতে বেড়াতে যেতে বের হন। কিন্তু বোনের বাড়ির কাছাকাছি পৌঁছলেও ঘরে ঢুকার সুযোগ হয়নি। এর আগেই মৃ’ত্যুদূত এসে সাক্ষাৎ করেন।

পূর্ব লন্ডনের সুপরিচিত ক্যাটারিং কোম্পানী অল-সিজনের ডাইরেক্টর কাজি পারভেজ জানালেন, কবির উদ্দিন দীর্ঘদিন ধরে তাদের কোম্পানীতে গ্রোসারী-সামগ্রী সা’প্লাই দিতেন। খুবই বন্ধুবৎসল হাস্যজ্জল একজন ভালো মানুষ ছিলেন। তাঁর দেশের বাড়ি সিলেটের গো’লাপগঞ্জ উপজে’লার কালিডহর গ্রামে। কবির উদ্দিনের এমন আকস্মিক মৃ’ত্যুতে স্বজন-বন্ধুবান্ধব পরিচিতজন গভীরভাবে শোকাহত ।

আল্লাহ তায়ালা যেন কবির উদ্দিনকে ক্ষমা করে দিয়ে জান্নাতে সমাসীন করেন। তাঁর মৃ’ত্যূ থেকে যেন আম’রা শিক্ষা নিতে পারি । অনুধাবন করতে পারি, মৃ’ত্যূ আমাদের কত কাছাকাছি । আম’রা যেন মৃ’ত্যুর জন্য প্রস্তুত হতে পারি। আমিন।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.