Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

গা.জা.য় হা.ম.লা বন্ধ করতে ইসরায়েলকে চীন-রাশিয়ার আহ্বান


অবরুদ্ধ গা.জা উপত্যকায় বুধবারও (১২ মে) হা.ম.লা অব্যাহত রেখেছে ইসরায়েল। একই সঙ্গে সেখানে অ.ভি.যা.ন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এমন অবস্থায় অবিলম্বে ফিলিস্তিনে সব ধরনের দমনমূলক কার্যক্রম থেকে সরে আসতে আহ্বান জানিয়েছে রাশিয়া। আর জানমালের ক্ষ.য়.ক্ষ.তি থেকে বিরত থাকতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে চীন।

বুধবার (১২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

গা.জা.র স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় সেখানে মৃ.তে.র সংখ্যা বেড়ে ৪৮ জনে পৌঁছেছে। এর মধ্যে ১৪টি শিশু ও তিনজন নারী রয়েছেন। গত কয়েকদিনে ইসরায়েলি হা.ম.লা.য় আ.হ.ত হয়েছেন আরও তিন শতাধিক নিরীহ ফিলিস্তিনি।

এদিকে, গা.জা উপত্যকায় এই আ.ক্র.ম.ণ ব.ন্ধে.র আপাতত কোনো পরিকল্পনা নেই বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ।

তিনি বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী হা.ম.লা অব্যাহত রাখবে এবং দীর্ঘমেয়াদে পূর্ণ নীরবতা নিয়ে আসবে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস বলেছেন, যু.দ্ধ আরও তী.ব্র হবে বলে মনে করছেন তিনি।

হামাস যু.দ্ধ.বি.র.তি চাইতে পারে এমন খবরের বিষয়ে প্রশ্ন করলে এ ইসরায়েলি কমকর্তা বলেন, মনে হয় না আমার কমান্ডাররা এসব জানেন, অথবা এতে আগ্রহী।

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বুধবার বলা হয়, অ.ব.রু.দ্ধ গা.জা উপত্যাকা ও জেরুজালেমে ইসরায়েলি হামলার বিষয়ে টেলিফোনে কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিনের সঙ্গে ফোনালাপে জেরুজালেম, গা.জা ও আল-আকসা মসজিদে ইসরায়েলি হা.ম.লা.র তী.ব্র প্র.তি.বা.দ জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইসরায়েলকে থামাতে এবং ‘পা.ল্টা শিক্ষা’ দিতে হবে।

আঙ্কারা ইতোমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।

ফিলিস্তিনিদের রক্ষায় ওই অঞ্চলে আন্তর্জাতিক শা.ন্তি.র.ক্ষী পাঠানোর আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। ২০১৮ সাল থেকেই অবশ্য এই প্র.স্তা.ব দিয়ে আসছে তুরস্ক।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.