Beanibazarview24.com






সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় সহকর্মীর ছু’রি.কা.ঘা.তে এক চীনা নাগরিক নি’হ.ত হয়েছেন। মঙ্গলবার (১৮ মে) সকাল ৮টার দিকে পশ্চিম পাঠানটুলা আবাসিক এলাকার বি ব্লকের ১১/৯ নং বাসায় এ ঘটনাটি ঘটে।




পু’লিশ জানায়- সিলেটের জালালাবাদ থা’নাধীন কুমা’রগাঁও পাওয়ার স্টেশনে কর্ম’রত ১২ জন চীনা নাগরিক কোতোয়ালি থা’নাধীন পশ্চিম পাঠানটুলা আবাসিক এলাকার বি ব্লকে বাড়ি নাম্বার ১১/৯ বাসার পঞ্চ’ম তলায় ভাড়া থাকতেন।




আজ সকাল ৮ টার দিকে দুই চীনা নাগরিকের বাধানুবাদ শুরু হয়। এর একপর্যায়ে একজন অ’পরজনকে ছু’রিকাঘাত করলে উক্ত বাসাতেই নি’হত হন চীনা নাগরিক মি. শানজি (৪৮)।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কোতোয়ালি মডেল থা’নার ওসি এস এম আবু ফরহাদসহ ঊর্ধ্বতন কর্মক’র্তারা।
ওসি এস এম আবু ফরহাদ জানান, তারা রাতে কাজ করে সকালে এসে বাসায় নাস্তার সময় হাত ধোয়া নিয়ে একে অ’পরের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে মি. শাও নামে একজন মি. শানজিকে ছু’রিকাঘাত করলে বাসাতেই শানজি মা’রা যান। এ ঘটনায় মি. শাও-কে আ’ট’ক করা হয়েছে।
ওসি আরও জানান, লা’শ সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লের ম’র্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া চীনা দূতাবাসকে খবর দেয়া হয়েছে। তারা ব্যবস্থা নেবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.