Beanibazarview24.com






ফিলি’স্তিনের ওপর ইস’রায়েলের নির্বিচারে হা’মলার ঘটনায় যু’ক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে সং’ঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জ’ড়িত বেশ কয়েকজনকে গ্রে’প্তার করেছে পু’লিশ। ওই সং’ঘর্ষের বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে।




টুইটারে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ২০ মে ইস’রায়েলি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ম্যানহাটন। ‘ফ্রি প্যালেস্টাইন’ নামের সংগঠনের ডাকে প্রতিবাদ জানাতে থাকেন ফিলি’স্তিনের সম’র্থকরা। ইস’রায়েলি কনস্যুলেট ভবনের সামনে কয়েকশ’ মানুষ জড়ো হন। এ সময় ফিলি’স্তিন পতাকা উড়িয়ে মিছিল করে ডাউন টাউনের দিকে যায় তারা।




এ সময় ইস’রায়েলের সম’র্থকরা তাদের সঙ্গে সং’ঘর্ষে জড়িয়ে পড়েন। দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে এসে পু’লিশ সং’ঘর্ষ থামানোর চেষ্টা করলে বি’ক্ষোভকারীদের কয়েকজন পু’লিশের সঙ্গে সং’ঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বি’ক্ষোভকারীদের কয়েকজনকে তুলে নিয়ে যায় পু’লিশ।
এ ছাড়া গত ১২ মে ডাউন টাউনে একই রকম হা’মলার ঘটনা ঘটেছে। ওই সং’ঘর্ষের ভিডিও টুইটারে বৃহস্পতিবার শেয়ার করেছেন দেশটির নাগরিকদের কেউ কেউ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.