Beanibazarview24.com






নেপালের কাঠমাণ্ডুভিত্তিক ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কাঠমাণ্ডু থেকে দেশটির অন্যতম পর্যটন নগরী পোখারায় রোববার স্থানীয় সময় সকাল ১০টা ৩৩ মিনিটের দিকে বিধ্বস্ত হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ৪০ জন নি.হ.তের খবর নিশ্চিত হওয়া গেছে। বিমানে থাকা সবার মৃ.ত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।




ইয়েতি এয়ারলাইন্স জানিয়েছে, পোখারায় সেতি নদীর ঘাটে বিধ্বস্ত হওয়া বিমানটিতে ৭২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৬৮ জন যাত্রী এবং চার জন ক্রু। তাদের মধ্যে দুই জন পাইলট এবং দুই জন বিমানবালা।




বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ৬৮ যাত্রীদের মধ্যে নেপালের নাগরিক ছিলেন ৫৩ জন। এছাড়া ভারতের ৫, রাশিয়ার ৪, কোরিয়ার ২ এবং আয়ারল্যান্ড, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের একজন করে নাগরিক ছিলেন। খবর মিরর নাওয়ের




স্থানীয় সময় সকাল এগারোটার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন।
Passengers list of @FlyYeti #Nepal #planecrash pic.twitter.com/TBz3PkYwJH
— Ashoke Raj (@Ashoke_Raj) January 15, 2023
নেপালে বিমান দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। শুধু অভ্যন্তরীণ ফ্লাইটই নয়, একাধিক বিদেশি বিমানও সেখানে বিধ্বস্তের ঘটনা ঘটেছে।সাম্প্রতিক বছরগুলোতে নেপালে বেশ কয়েকটি গুরুতর বিমান বিপর্যয় ঘটেছে।
গত ৩০ বছরে নেপালে প্রায় ৩০টি প্রাণঘাতী বিমান দু.র্ঘটনা ঘটেছে। পোখারা বিমান দুর্ঘটনার আগে সবচেয়ে সাম্প্রতিক তারা এয়ারের একটি বিমান দুর্ঘটনায় ২২ জনের মৃ.ত্যু হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.