Beanibazarview24.com






সস্ত্রীক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ক্রিকেটার বিয়র্ন ফরটুইন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।




ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করেছেন ফরটুইন। নতুন নাম রেখেছেন ইমাদ। তার সাথে তার স্ত্রীও ইসলাম গ্রহণ করেছেন বলে জানা গেছে।




ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের ইনস্টাগ্রামে বেশকিছু স্টোরি শেয়ার করেছেন তিনি। এ নিয়ে টুইটারে পোস্ট দিয়েছেন তার মুসলিম ভক্তরা। আসাদ নামে একজন লিখেছেন, আলহামদুলিল্লাহ, এই রমজান মাসে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার তোমাকে নিয়ে গর্ব হচ্ছে।




২৬ বছর বয়সী তরুণ এই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে খেলেছেন ১টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি। পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও অংশ নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার।







Comments are closed, but trackbacks and pingbacks are open.