Beanibazarview24.com






অস্ট্রেলিয়ার সিডনিতে গাড়ির ভেতরে বন্দি অবস্থায় প্র.চণ্ড গরমে এক প্রবাসী বাংলাদেশি শি.শুর (৩) মৃ.ত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা ৩টার দিকে সিডনির গ্ল্যানফিল্ড এলাকার রেলওয়ে প্যারেডে এ ঘটনা ঘটে।
প্রাথমিক প্রতিবেদনে স্থানীয় পুলিশ জানিয়েছে, সকালের দিকে শি.শুটিকে গাড়িতে রেখে ভুলে চলে যান বাবা। বেলা ৩টা নাগাদ ফিরে এসে তিনি সন্তানকে অচেতন অবস্থায় দেখতে পান। তখন প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন তিনি এবং জরুরি সেবা নম্বরে ফোন করে জানান।
তাৎক্ষণিক প্যারামেডিক এসে শিশুটিকে মৃত ঘোষণা করে। এ সময় গ্ল্যানফিল্ডের তাপমাত্রা ছিল প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণ।
এদিকে, এ ঘটনার তদন্তে নেমেছে ক্যাম্পবেলটাউন পুলিশ। মৃ.ত শি.শুটির বাবা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করছেন।
ক্যাম্পেলটাউন কমিউনিটির বাংলাদেশি সমাজসেবক আবুল সরকার গণমাধ্যমকে বলেন, ‘‘যতটুকু জানতে পেরেছি, বড় ছেলেকে স্কুলে এবং ছোট ছেলেকে ডে-কেয়ার সেন্টারে পৌঁছে দিতে গিয়েছিলেন তাদের বাবা। বড় ছেলেকে স্কুলে নামানোর পরে ছোট ছেলেকেও নামিয়ে দিয়েছেন ভেবে তাকে গাড়িতে রেখেই ফিরে আসেন তিনি। বিকেলে বড় ছেলেকে স্কুল থেকে নিয়ে গাড়িতে উঠে দেখেন, ছোট ছেলে পেছনের সিটের নিচে পড়ে আছে।”
এ ঘটনায় সিডনিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে শো.কের ছা.য়া নেমে এসেছে।
শি.শুদের গাড়িতে একা না রেখে যেতে বারবার সতর্কবার্তা জারি করে অস্ট্রেলিয়ার সড়ক বিভাগ। কর্তৃপক্ষ জানায়, গ্রীষ্মকালে গাড়ির ভেতরের তাপমাত্রা বাইরের চেয়ে দ্বিগুণ পর্যন্ত হয়ে থাকে। ফলে এমন দুর্ঘটনার সংখ্যা অস্ট্রেলিয়ায় বহুল। গত বছর এ ধরনের চার হাজারের বেশি দুর্ঘ.টনার কথা জানা যায়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.