Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

তুরস্কে মেরিটদের জন্য ডাবল স্কলারশিপ ঘোষণা


মু. তারিকুল ইসলাম, পিএইচডি গবেষক, ইস্তাম্বুল, তুরস্ক
ইউরোপ ও এশিয়া মহাদেশের সংযোগ স্থাপনকারী নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের একটি দেশ তুরস্ক। ভৌগলিক অবস্থান দুই মহাদেশে হওয়াতে জিওপলিটিক্যালি বিশ্ব রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে দেশটি। তুরস্কের শিক্ষাব্যবস্থা উন্নত অনেক দেশের শিক্ষাব্যবস্থার সমমানের স্বীকৃত। ইইউভুক্ত অনেক দেশের তুলনায় তুরস্কের শিক্ষা উন্নতমানের।

এদিকে গত দুই দশক ধরে শিক্ষাখাতে ব্যাপক আধুনিকায়নের পরিপ্রেক্ষিতে প্রতি বছর উচ্চশিক্ষার জন্য ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের প্রায় ১৭২টি দেশ থেকে ৫০০০ শিক্ষার্থীকে বৃত্তি দেয় দেশটি। এ সুবাদে বিপুল সংখ্যক শিক্ষার্থী পাড়ি জামায় এশিয়া-ইউরোপের এই দেশটিতে। প্রতি বছর বাংলাদেশ থেকে অনার্স, মাস্টার্স এবং পিএইচডিতে সর্বসাকুল্যে প্রায় ৭০-৮০ জনকে এই স্কলারশিপ দিয়ে থাকে।

তার্কিশ স্কলারশিপ (তুর্কি বুর্সলারি) আন্তর্জাতিক পর্যায়ে পড়াশোনার সুযোগ দেয়ার পাশাপাশি জ্ঞান ও অভিজ্ঞতার প্রচুর সংস্থান সরবরাহ করা হয়। এটি একটি সরকারি অনুদানপ্রাপ্ত, প্রতিযোগিতামূলক বৃত্তি প্রোগ্রাম, যা তুরস্কের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যয়নের জন্য মেধাবী শিক্ষার্থীদের এবং গবেষকদের দেওয়া হয়। এটি কেবল আর্থিক সহায়তা নয় বরং উচ্চতর শিক্ষার বিশ্ববিদ্যালয়ে একাডেমিক, সামাজিক এবং সাংস্কৃতিক চর্চার সুবিধা সরবরাহ করা হয়।

বৃত্তিটির লক্ষ্য দেশগুলির মধ্যে সহযোগিতা এবং সমাজের মধ্যে পারস্পরিক সমঝোতা জোরদার প্রতিশ্রুতিবদ্ধ বিশ্বব্যাপী ভবিষ্যত নেতৃত্বের একটি নেটওয়ার্ক তৈরি করা। মেরিটদের জন্য ‘মেধা স্কলারশিপ প্রোগ্রাম’

১৭ ফ্রেব্রুয়ারি ২০২১ তার্কিশ স্কলারশিপ (তুর্কি বুর্সলারি) এই বছরের নতুন আবেদনকারীদের জন্য ‘মেধা স্কলারশিপ প্রোগ্রামে’ ঘোষণা করে। তাতে নিয়মিত পেমেন্টের চেয়ে ২ গুণ বেশি মাসিক উপবৃত্তি প্রদান করা হবে।

যারা পাবেন:
• যারা পেসিডেন্সি কর্তৃক অনুমোদিত আন্তর্জাতিক ভাষা এবং একাডেমিক দক্ষতার নথি (SAT, GRE, TOEFL, IELTS, etc.) দ্বারায় ভর্তি ইচ্ছুক প্রোগ্রামে মনোনীত হবে।

• যারা তাদের নিজ দেশে জাতীয় পরীক্ষায় শীর্ষ পয়েন্ট অর্জন করেছে।

• যারা বৈজ্ঞানিক গবেষণা প্রকল্প BAP, TÜBİTAK অথবা পেসিডেন্সি অনুমোদিত গবেষণা প্রকল্পগুলিতে গবেষণারত।

• যারা বিজ্ঞান উদ্ধৃতি সূচি (SCI), বিজ্ঞান উদ্ধৃতি সূচক প্রসারিত (SCI-EXP), সামাজিক বিজ্ঞান উদ্ধৃতি সূচি (SSCI), শিল্প ও মানবিক উদ্ধৃতি সূচি (AHCI) দ্বারা স্ক্যান করা জার্নালগুলিতে আর্টিকেল প্রকাশ করে।

• যারা পেটেন্ট লাইসেন্স অর্জন করেছে।

• যারা তার্কিশ স্কলারশিপ হোল্ডার জিপিএ ৪ এর মধ্যে ৩.৫০ এর উপরে আছে। (পূর্বে তার্কিশ স্কলারশিপ প্রাপ্তরা যদি মাস্টার্স ও পিএইচডি য়ের জন্য আবার আবেদন করে সেই ক্ষেত্রে)

বিদ্যমান শিক্ষার্থীদের মেধা স্কলারশিপ প্রোগ্রামের সুযোগ-সুবিধা পরবর্তীতে ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হবে। বিস্তারিত: https://www.turkiyeburslari.gov.tr/en/new/merit-scholarship-program

নিচে আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ উল্লেখ করা হলো

তারিখ: ১০ জানুয়ারি – ২০ ফেব্রুয়ারি ২০২১

প্রোগ্রামগুলি:

• স্নাতক (ব্যাচেলর/অনার্স)

• স্নাতকোত্তর (মাস্টার্স এবং পিএইচডি) স্কলারশিপের সুযোগ-সুবিধাসমূহ

• তুরস্কে আসা এবং শেষ করে যাওয়া মোট ২ বার বিমান টিকিট ফ্রি

• মাসিক বৃত্তি-অনার্সের জন্য ৮০০ লিরা, মাস্টার্সের জন্য ১১০০ লিরা এবং পিএইচডির জন্য ১৬০০ লিরা।

• সরকারি হেলথ ইন্সুরেন্স ফ্রি

• বিশ্ববিদ্যালয়ের সকল খরচ ফ্রি

• প্রথম এক বছর (৯ মাস) তুর্কি ভাষা শিক্ষা কোর্স ফ্রি

• হোস্টেলে থাকা খাবার ফ্রি (মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টরা ডরমেটরিতে না থেকে আলাদা বাসায় থাকতে চাইলে ৫৫০ লিরা বাসা ভাড়া বাবদ অতিরিক্ত দেয়া হবে। তবে অনার্সের স্টুডেন্টসদের জন্য দেয়া হয় না।)

• ইউনিভার্সিটির মূল কোর্সে ভালো রেজাল্ট থাকলে ইরাসমুসসহ বিভিন্ন এক্সচেঞ্জে প্রোগ্রামে ইউরোপের যে কোনো দেশে ১ সেমিস্টার/ ১ ইয়ার পড়ার সুযোগ।আবেদনের যোগ্যতা

• তুরস্কের নাগরিক না হওয়া

• তুরষ্কের কোনো বিশ্ববিদ্যালয়ে এখনো ভর্তি হন নাই

• আবেদন করা যাবে অনার্স সর্বোচ্চ ২১ বছর, মাষ্টার্স ৩০ বছর, পিএইচডি ৩৫ বছর৷

• অনার্সের ক্ষেত্রে পূর্ববর্তী পরীক্ষা সমূহে ৭০ শতাংশ এবং মাষ্টার্স ও পিএইচডির ক্ষেত্রে ৭৫% রেজাল্ট প্রয়োজন৷ তবে মেডিকেল ছাত্রদের বেলায় ৯০% স্কলারশিপের আবেদন প্রক্রিয়া

• ওয়েবসাইটে গিয়ে ই-মেইলের মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়, ভেরিফেকেশনের জন্য আসা ই-মেইলের মধ্যমে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয়।

• আদেবনের প্রথমে পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডির নং লেখে তা আপলোড করতে হয়।

• এরপর ক্রমান্বয়ে আদেবনপত্র পূরণ করতে হয়।

• ছবি ও অন্যান্য ডুকুমেন্ট আপলোড করতে হয়।

• প্রফাইলের শেষ অপশনে সাবজেক্ট অ্যান্ড ইউনিভার্সিটি সিলেক্ট করতে হয়।

অনলাইন আবেদনের জন্য প্রয়োজনী তথ্য সমূহ:

• জন্ম সার্টিফিকেট/জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট (মেয়াদ আছে এমন)

• সম্প্রতি তোলা একটি ছবি•সকল সার্টিফিকেট

• সকল মার্কশিট

• রেফারেন্স লেটার (২টি হলে ভালো)

• লেটার অফ ইন্টেন্ট

• সিস্টেমে প্রদত্ত কিছু প্রশ্নের উত্তর

• যে কোন ধরনের এক্সট্রা কারিকুলামের সনদ

• একটি রির্সাস প্রপোজাল (পিএইচডি এর ক্ষেত্রে)

• মাস্টার্স ও পিএইচডি এর জন্য কোন লেখা পাব্লিকেশন (যদি থাকে), (পিএইচডি এর জন্য থিসিস/পাব্লিকেশন ছাড়া স্কলারশিপ হওয়া কষ্টকর)।

• আন্তর্জাতিক পরীক্ষার স্কোর (TOEFL, GRE, GMAT, SAT – যদি নির্বাচিত বিশ্ববিদ্যালয় এবং প্রোগ্রামের প্রয়োজন হয়, তবে তুরস্কের কোনো বিশ্ববিদ্যালয় IELTS সার্টিফিকেট গ্রহণ করে না।)

• ১২টি বিশ্ববিদ্যালয় পছন্দ করা যায় (রেজাল্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও সাবজেক্ট পছন্দ করলে ভালো হয়)।

• প্রার্থীদের আবেদন সিস্টেমে নির্দেশাবলী এবং সতর্কতাগুলি পড়ার পরামর্শ দেয়া হচ্ছে।

• মাষ্টার্স ও পিএইচডি করতে চাইলে অনার্স ও মাষ্টার্সের সার্টিফিকেট লাগবে। ফাজিল (৩ বছরের) কামিলের সার্টিফিকেট দিয়ে অথবা কওমি মাদরাসার সার্টিফিকেট দিয়ে এপ্লিকেশন করা যাবে না।

• আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে অ্যাপ্লিকেশন সিস্টেমে পিডিএফ ফাইল বানিয়ে আপলোড করতে হয়।

• ডাক, কুরিয়ার বা হাতে হাতে সরাসরি আবেদনগুলি গ্রহণ করা হয় না।

• আবেদনগুলি সম্পূর্ণ বিনামূল্যে, অনুগ্রহ করে কোনও তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান বা ব্যক্তি দ্বারায় কোনও পারিশ্রমিকের বিনিময়ে আবেদন করবেন না।

এপ্লিকেশন ওয়েবসাইট

উল্লেখ্য, ২০২০ সালে আফগানিস্তান, আজারবাইজান, কাজাখস্তান, তুর্কি প্রজাতন্ত্রের উত্তর সাইপ্রাস এবং উজবেকিস্তানের বাদে তুর্কি বুর্সলারির জন্য ১৭২টি দেশ থেকে প্রায় ১ লাখ ৫৬ হাজার আবেদন করা হয়েছে। এতেই বোঝা যায় এটি বিশ্বে সবচেয়ে প্রেস্টিজিয়াস একটি স্কলারশিপ। তাই অপেক্ষা আর না করি।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.