Beanibazarview24.com






বাংলাদেশ ক্রিকেট দলকে স্পন্সর করতে পারে দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স।
এমিরেটস এয়ারলাইন্সের ওয়েস্ট এশিয়া ও ভারত মহাসাগর অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ হাশিম খুরী সম্প্রতি দুবাইয়ের আমিরাতের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
তিনি বলেন, ‘অবশ্যই এর সুযোগ রয়েছে। এপ্রিল থেকে আমাদের নতুন অর্থ বছর শুরু হবে। আমাদের বাংলাদেশ ক্রিকেট দলকে স্পনসরের পরিকল্পনা রয়েছে।’
‘আমি জানি বাংলাদেশ ক্রিকেট দল কেবল আমিরাত নয়, আমি নিশ্চিত যে অন্যান্য এয়ারলাইনসও স্পন্সর করার জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে পরিকল্পনায় রাখছে,’ বলেন তিনি।
সম্প্রতি বাংলাদেশের ৫টি মিডিয়া হাউজ থেকে বিমান ও পর্যটন সাংবাদিকদের জন্য ভ্রমণের ব্যবস্থা করে আমিরাত এয়ারলাইন্স। বিশ্বের অন্যতম সফল এই এয়ারলাইন্সের অপারেশন, ফ্লাইট ট্রেনিং একাডেমি ও স্কাইকার্গো সুবিধা সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের জন্য এই ভ্রমণের ব্যবস্থা করা হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.