Beanibazarview24.com






সুরিটোলা মসজিদের পাশে বাসা সুমনের। কাতার থেকে এসেছেন কয়েকদিন হলো। শবে বরাত উপলক্ষে সুমনের মা রোজা রেখেছে। তাই ইফতারি কিনতে বের হন সুমন। ইফতার কেনার জন্য ফুটপাত দিয়ে হাঁটার সময় বি.স্ফো.রণে ছিটকে পড়েন সুমন। মাথায় র.ক্তক্ষ.রণে তার মৃ.ত্যু হয়।




নি.হ.ত সুমনের বড় বোন সুমনা আক্তার বলেন, সুমন দশদিন আগে কাতার থেকে এসেছে। বিয়ের জন্য বউ দেখছি। ইফতারি আনার জন্য দোকানে গিয়ে ফুটপাতে দাঁড়িয়ে ছিল। এ সময় বিস্ফোরণে মাথার একটি অংশ উড়ে গ.র্ত তৈরি হয়। পরে মা.রা যায়।




উল্লেখ্য, রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থ-সাউথ রোডের একটি ভবনে ভ.য়াবহ বি.স্ফো.রণের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ হ.তাহ.ত হয়েছেন। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, এখন পর্যন্ত ১৭ জন মা.রা গেছেন। এছাড়া প্রায় শতাধিক মানুষ আহ.ত হয়েছেন।




সরেজমিন দেখে গেছে, সাততলা যে ভবনে (ক্যাফে কুইন) বিস্ফোরণ ঘটেছে, তার পাশে ‘চায়না পয়েন্ট’ নামে আরেকটি পাঁচতলা ভবন রয়েছে। এ ভবনে ব্র্যাক ব্যাংকের শাখা রয়েছে। বিস্ফোরণে পাঁচতলা এ ভবনের সব ফ্লোরই ক্ষ.তিগ্রস্ত হয়েছে।




ভেঙে গেছে ভবনের জানালার কাচ। বি.স্ফো.রণের ভ.য়াবহতা আঁচ করা যাচ্ছে আশপাশের বিভিন্ন স্থাপনা দেখেও। সব ভেঙেচুরে তছনছ হয়ে গেছে। রাস্তায় চলাচল করা কয়েকটি যাত্রাবাহী বাসও বি.স্ফো.রণে ক্ষ.তিগ্রস্ত হয়েছে। এসব বাসের জানালার কাচ ভেঙে গেছে। আ.হ.ত হয়েছেন বাসে বসে থাকা যাত্রীরাও।
এ ঘটনায় বি.স্ফো.রণের পর উ.দ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। মোট পাঁচটি অ্যাম্বুলেন্সে হ.তাহ.তদের উ.দ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.