Beanibazarview24.com






সৌদি আরবে কেউ কোয়ারেন্টিনের বিধি লঙ্ঘন করলে তাকে দুই লাখ রিয়াল (৫৩ হাজার ৩৩০ মার্কিন ডলার) জরিমানা এবং দুই বছরের কা.রা.দ.ণ্ড ভোগ করতে হবে বলে দেশটির সরকার সবাইকে সতর্ক করে দিয়েছে।




দেশটিতে করোনায় মৃত্যু সংখ্যা সাত হাজার পার হওয়ার পর সরকার ওই কড়া বার্তা দিল। খবর আরব নিউজের।
সৌদির ব্যুরো অব ইনভেস্টিগেশন ও বিচার বিভাগ এক বিবৃতিতে মঙ্গলবার জানিয়েছে, করোনায় আক্রান্ত কোনো ব্যক্তির মাধ্যমে যদি অন্য কেউ সংক্রমিত হয়, তা হলে ওই ব্যক্তিকে এ আইনে দোষি সাব্যস্ত করা হবে।
এ কাজ একাধিকবার করলে তার সাজা দ্বিগুণ হবে বলেও বিবৃতিতে জানানো হয় । যদিও এখন পর্যন্ত এ আইনটি পাস করা হয়নি।
সৌদি আরবে এ পর্যন্ত ৪ লাখ ২১ হাজার ৩০০ জন করোনায় আ.ক্রা.ন্ত হয়েছেন এবং মা.রা গেছেন ৭ হাজার ছয়জন।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আ.ক্রা.ন্ত হয়েছেন ৯৯৯ জন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.